Triumph Tiger 1200: ট্রায়াম্ফের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার বাইকের নতুন মডেল এবার ভারতে আসছে

কয়েকদিন আগেই উন্মোচিত হয়েছে ট্রায়াম্পের নতুন টাইগার রেঞ্জ। নতুন Triumph Tiger 1200 পুরনো মডেলের চেয়ে যেমন শক্তিশালী, তেমনই হালকা, ওজন ঝরিয়েছে প্রায় ২৫ কেজি। আবার নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে এতে৷ আরও পাওয়ারফুল ও হালকা Triumph Tiger 1200 এর নতুন অবতার এবার আসছে ভারতে। এ দেশে লঞ্চ হবে শীঘ্রই৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

নতুন Triumph Tiger 1200 অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে ১১৬০ সিসি ইঞ্জিন রয়েছে, যা ৯,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৫০ পিএস শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৩০ এনএম টর্ক উৎপন্ন করে। আউটপুটের প্রসঙ্গে, নতুন ইঞ্জিন থেকে ৯ পিএস শক্তি এবং ৮ এনএম টর্ক বেশি পাওয়া যাবে।

Triumph Tiger 1200 এর নতুন মডেলের উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ব্লাইন্ড স্পট রাডার সিস্টেম, শোয়া সেমি অ্যাক্টিভ সাসপেনশন সেটআপ, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, মাই ট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেম-সহ ৭ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অপ্টিমাইজড কর্নারিং ট্রাকশন কন্ট্রোল, একাধিক রাইডিং মোড, ইগনিশন সহ কীলেস সিস্টেম, স্টিয়ারিং ও ফুয়েল ক্যাপ লক, সম্পূর্ণ নতুন এলইডি লাইট, ডিআরএল, প্রভৃতি।

Triumph Tiger 1200 এর ডিজাইনও আলাদা। নতুন বডিওয়ার্কের সঙ্গে এর গঠন এখন হার্ডকোর অ্যাডভেঞ্চার ফোকাসড বাইকের মতো। নতুন টুইন রেডিয়েটর ডিজাইন ও মিনিমালিস্টিক শৈলীর নতুন সাইলেন্সার রয়েছে এই নতুন মোটরসাইকেলে। গ্লোবাল মার্কেটে Triumph Tiger 1200 এর দাম খুব তাড়াতাড়িই জানানো হবে বলে আশা করা যায়। নতুন টাইগার মডেলে তিন বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি পাওয়া যেতে পারে।