বাজার কাঁপাচ্ছে Mi 11, Mi 11 Pro ও Mi 11 Ultra, বিশ্বজুড়ে বিক্রি ছাড়ালো ৩০ লক্ষ ইউনিট

গ্লোবাল মার্কেটে Xiaomi-এর Mi 11 লাইনআপের অধীনস্থ Mi 11, Mi 11 Pro, ও Mi 11 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিক্রি নিয়ে Xiaomi চমকপ্রদ তথ্য সামনে আনলো। জনপ্রিয় চাইনিজ কোম্পানিটি বলেছে, বিশ্বজুড়ে Mi 11 সিরিজের এই ত্রয়ীর মোট ৩ মিলিয়ন বা ৩০ লক্ষ ইউনিট তারা বিক্রি করেছে। এছাড়াও, চীনে স্মার্টফোন মার্কেটে Xiaomi-র শেয়ারে Mi 11, Mi 11 Pro, ও Mi 11 Ultra-র যথেষ্ট অবদান রয়েছে বলে কোম্পানির দাবি করেছে।

সম্মিলিত বিক্রির পরিসংখ্যানটি বৈদেশিক সূত্র ও থার্ড পার্টি রিটেলারদের কাছ থেকে নেওয়া হয়েছিল। এ বছরের জানুয়ারি-এপ্রিল মাসের ওপর ভিত্তি করে বিক্রির হিসাবটি সামনে আনা হয়েছে। তবে Mi 11, Mi 11 Pro, ও Mi 11 Ultra স্মার্টফোনের মধ্যে প্রতিটির কত ইউনিট বিক্রি হয়েছে, তা Xiaomi প্রকাশ করেনি।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষান্তে লঞ্চ হলেও জানুয়ারি থেকে Mi 11- এর সেল শুরু হয়। অন্যদিকে Mi 11 Pro ও Mi 11 Ultra মার্চে লঞ্চ হয়েছিল। Mi 11 Ultra-র অন্যতম হাইলাইট ছিল পাওয়ারফুল ক্যামেরা সেটআপ। এমনকি, DxOMark-এর স্মার্টফোন ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে Mi 11 Ultra এখনও প্রথম স্থানে রয়েছে।

শাওমি এমআই ১১ সিরিজের উক্ত তিনটি মডেলই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে। 5G সাপোর্টের পাশাপাশি এমআই ১১, এমআই১১ প্রো, ও এমআই ১১ আল্ট্রা শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং ফিচারের সাথে বাজারে পা রেখেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন