Poco M3 Pro 5G আজ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে, জানুন দাম

অবশেষে আজ ভারতে আসছে Poco M3 Pro 5G। গ্লোবাল মার্কেটের পর আজ দুপুরে ফোনটি ভারতে পা রাখছে। আশা করা যায় গ্লোবাল মার্কেটের মত ফোনটি একই স্পেসিফিকেশন সহ এদেশে লঞ্চ হবে। পোকো এম৩ প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আসুন Poco M3 Pro 5G এর লঞ্চের সময়, সম্ভাব্য দাম জেনে নেওয়া যাক।

Poco M3 Pro 5G কখন লঞ্চ হবে

আজ সকাল ১১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে পোকো এম৩ প্রো ৫জি ফোনটিকে লঞ্চ করা হবে। এই ইভেন্টটি Poco India-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা যাবে। এছাড়াও কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ থেকে লঞ্চের আপডেট পাওয়া যাবে।

Poco M3 Pro 5G এর দাম (সম্ভাব্য)

জানা গেছে ভারতে পোকো এম৩ প্রো ৫জি ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৬,৯৯৯ টাকা।

Poco M3 Pro 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট)

গ্লোবাল মার্কেটে পোকো এম৩ প্রো ৫ জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই কাস্টম ওএস ও ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। আবার ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসরে চলে। এছাড়া এই ফোনে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও  ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন