10 হাজার টাকা ছাড়, 200 মেগাপিক্সেল ক্যামেরার Honor 90 5G ফোনের প্রথম সেল আজ

আজ অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে Honor 90 5G স্মার্টফোনকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল

প্রায় তিন বছর অদৃশ্য থাকার পর Honor সম্প্রতি ভারতে Honor 90 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে পাওয়া যাবে 1.5K OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকমের অক্টা-কোর প্রসেসর, সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ, ২০০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধা। সর্বোপরি ডিভাইসটিতে নব্য প্রজন্মের 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। আজ অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে Honor 90 5G স্মার্টফোনকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। মজার বিষয় হল, আপনারা এটিকে প্রথম সেলেই ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে কিনে নিতে পারবেন। শুধু তাই নয়, সাথে একটি ইয়ারবাড নিখরচায় দেওয়া হবে।

প্রথম সেলেই ১০,০০০ টাকা সাশ্রয় করে কেনা যাবে Honor 90 5G

ভারতের বাজারে অনর ৯০ ৫জি স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩৭,৯৯৯ টাকা। আর উচ্চতর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনকে পাওয়া যাবে ৩৯,৯৯৯ টাকায়। এটি – ডায়মন্ড সিলভার, এমারল্ড গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক কালার বিকল্পে এসেছে।

লঞ্চ অফারের কথা বললে, যেসকল ক্রেতারা ICICI ও SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে। আবার পুরানো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোনটি খরিদ করলে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। এছাড়া সংস্থার তরফ থেকে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ৫,০০০ টাকার লঞ্চ ডিসকাউন্টও অফার করা হচ্ছে। উল্লেখিত প্রত্যেকটি অফারের লাভ ওঠাতে পারলে, Honor 90 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে যথাক্রমে ২৭,৯৯৯ টাকা এবং ২৯,৯৯৯ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে।

তবে সবথেকে উল্লেখযোগ্য খবর হল, অনর তাদের এই নয়া হ্যান্ডসেটের ক্রেতাদের একটি ইয়ারবাড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Honor 90 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Honor 90 5 স্মার্টফোনে রয়েছে ৬.৭-ইঞ্চির ১.৫কে (২,৬৬৪×১,২০০ পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬০০ নিটস ব্রাইটনেস, ১৯.৯৮:৯ এসপেক্ট রেশিও, ১.০৭ বিলিয়ন কালার এবং ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য এতে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অক্টা-কোর প্রসেসর সমন্বিত। আর স্টোরেজ হিসাবে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 রম উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) কাস্টম স্কিনে রান করে। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ফোনের সাথে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Honor 90 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৯ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার আউটসোল লেন্স, এফ/২.২ অ্যাপারচার যুক্ত ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ-অফ-ফিল্ড লেন্স, যার অ্যাপারচার এফ/২.৪। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী EIS প্রযুক্তির সাথে সর্বাধিক ৪কে (৩,৮৪০×২,১৬০ পিক্সেল) রেজোলিউশন ভিডিও রেকর্ডিংয়ে সক্ষম। একই সাথে – এআই ফটোগ্রাফি, নাইট সিন মোড এবং প্রফেশনাল ফটো এবং ভিডিও অপশনের মতো বিভিন্ন ধরণের শুটিং মোড সাপোর্ট করে। এদিকে ডিভাইসের সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি পোট্রেট লেন্স (অ্যাপারচার : এফ/২.৪) লক্ষ্যণীয়। এই ফ্রন্ট-ফেসিং শুটারটি, EIS অ্যান্টি-শেক সহ ৪কে রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং এবং একই সাথে – ডায়নামিক ফটো, পোর্ট্রেট মোড এবং টাইম-ল্যাপস ফটোগ্রাফি সহ বিভিন্ন শুটিং মোডের সুবিধা অফার করবে।

কানেক্টিভিটি অপশন হিসেবে আলোচ্য অনর ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেটে – 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সামিল থাকছে। সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য Honor 90 5G মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও এই ব্যাটারির রেটেড ভ্যালু ৪,৯০০ এমএএইচ, যা ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির ওজন ১৮৩ গ্রাম।