মাত্র 899 টাকায় Tata Play HD Box, এই কুপন কোডে পাবেন ডিসকাউন্ট

Tata Play HD Box এর আসল দাম ১,০৯৯ টাকা। তবে আপনারা যদি এটি অনলাইনে ক্রয় করেন তাহলে ২০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন

দেশীয় স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রদানকারী Tata Play তাদের গ্রাহকদের স্মার্ট ‘ডাইরেক্ট-টু-হোম’ (DTH) এবং অ্যান্ড্রয়েড-বেসড সেট-টপ বক্স (STB) পরিষেবা অফার করে থাকে। যার মধ্যে সংস্থার DTH পরিষেবাটি স্মার্ট টেলিভিশন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এক্ষেত্রে সংস্থাটি HD টিভি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, এই পরিষেবার অধীনে Tata Play HD বক্স লঞ্চ করেছে। যা সাধারণ সময়ে প্রায় ১,১০০ টাকা মূল্যে পাওয়া যায়। কিন্তু এই এইচডি সেট-টপ বক্সটি এখন মাত্র ৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই অফারের লাভ ওঠাতে চান তারা আমাদের এই প্রতিবেদন থেকে কুপন কোডটি জেনে নিন।

এইভাবে সস্তায় কিনে ফেলুন Tata Play HD Box

টাটা প্লে এইচডি বক্সের আসল দাম ১,০৯৯ টাকা। তবে আপনারা যদি এটি অনলাইনে ক্রয় করেন তাহলে ২০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘TPL200’ কুপন কোড এন্টার করতে হবে। এরপর মাত্র ৮৯৯ টাকায় বাড়ি নিয়ে আসা যাবে টাটা প্লে এইচডি এসটিবি বক্স।

Tata Play HD Box এর স্পেসিফিকেশন

টাটা প্লে এইচডি বক্স, ১৬:৯ এসপেক্ট রেশিও এবং ১০৮০ পিক্সেল রেজোলিউশনের সাথে কনটেন্ট দেখার সুবিধা প্রদান করে। আবার অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ডলবি ডিজিটাল সারাউন্ড সাউন্ড সমর্থন করে। এই দুটি বৈশিষ্ট্যের সাহায্যে ব্যবহারকারীরা তাদের এই এইচডি সেট-টপ বক্সের মাধ্যমে দুর্দান্ত ভিজ্যুয়াল এবং অডিও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

টাটা প্লে এইচডি বক্সের সাথে আপনারা বেশ কয়েকটি এইচডি চ্যানেল কেনার বিকল্প পেয়ে যাবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, এই পরিষেবা ব্যবহার করার জন্য আপনাদের কাছে অবশ্যই একটি এইচডি-সাপোর্টেড টেলিভিশন থাকা আবশ্যক। নতুবা হাই-ডেফিনেশন রেজোলিউশনের কনটেন্ট দেখতে পারবেন না।

প্রসঙ্গত, টাটা প্লে তাদের এইচডি ডিটিএস পরিষেবার অধীনে একাধিক ভ্যালু-অ্যাডেড প্যাকেজও নিয়ে এসেছে, যার থেকে আপনারা নিজেদের পছন্দসই চ্যানেল বেছে নিতে পারবেন।