লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Samsung Galaxy A12 এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দাম ও স্পেসিফিকেশন

গত কয়েকদিন ধরে বারবার প্রতিবেদনে উঠে আসছে Samsung Galaxy A12 ফোনটির কথা। আসলে গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হওয়া এই ফোনটি শীঘ্রই ভারতেও পা রাখবে। এও জানা গেছে ভারতে স্যামসাং গ্যালাক্সি এ১২ এর দাম হবে ১৫,০০০ টাকা কম। তবে এবার এই ফোনটির ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ফাঁস হল। যেখান থেকে জানা গেছে, Samsung Galaxy A12 ভারতে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। জানিয়ে রাখি গ্লোবাল মার্কেটে ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যামের সাথে লঞ্চ হয়েছিল।

লিকস্টার, অভিষেক যাদব স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৫০০ পিক্সেল) ইনফিনিটি ভি ডিসপ্লে থাকবে। এই ফোনটি ভারতে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটির দাম শুরু হতে পারে ১২,৯৯৯ টাকা থেকে।

লিকস্টারের আরও দাবি Samsung Galaxy A12 ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

প্রসঙ্গত প্রায় একই স্পেসিফিকেশন সহ স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে টিপ্সটার না বললেও ফোনটির বাকি স্পেসিফিকেশন হতে পারে,  ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের ব্যবহার ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এতে টিএফটি এলসিডি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4G LTE সাপোর্ট, ৩.৫মিমি অডিও জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন