পারফরম্যান্সে জোর, Relame GT Neo 4 আসছে Snapdragon প্রসেসর ও 1.5K ডিসপ্লের সাথে

এবছর মার্চে রিয়েলমি লেটেস্ট স্পেসিফিকেশন সহ Realme GT Neo 3 হ্যান্ডসেটটি বাজারে লঞ্চ করেছে। আর বর্তমানে সংস্থাটি এর উত্তরসূরি GT Neo 4 মডেলটির ওপর কাজ করছে বলে জানা গেছে। ব্র্যান্ডটি আগামী মাসে চীনে এই স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে। উল্লেখযোগ্যভাবে, ডিভাইসটি গত মাসে রিয়েলমির চীনা ও ভারতীয় শাখার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এখন আবার স্বনামধন্য এক টিপস্টার Relame GT Neo 4-এর ডিসপ্লে ও প্রসেসর সংক্রান্ত তথ্যগুলি প্রকাশ করেছেন।

প্রকাশ্যে এল Relame GT Neo 4-এর প্রসেসর ও ডিসপ্লে স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে জানিয়েছেন যে, রিয়েলমি জিটি নিও ৪-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-এর মতো মিড-রেঞ্জ চিপসেট ব্যবহার করবে না সংস্থা। পরিবর্তে, আসন্ন ফোনটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। ডিভাইসটিতে ১.৫কে (1.5K) রেজোলিউশনের সাথে একটি ফ্লেক্সিবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা মূলত ১,২২০ পিক্সেল এবং এটি ফুলএইচডি ও কিউএইচডি রেজোলিউশনের মধ্যবিন্দু। এছাড়াও, ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পর্যন্ত পিএমডাব্লিউ (PMW) অফার করবে। স্মার্টফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। তবে জানিয়ে রাখি, পূর্বসূরি জিটি নিও ৩ ফোনটি ৮০ ওয়াট এবং ১৫০ ওয়াট-এই দুই চার্জিং ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ।

সবশেষে, ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, লঞ্চের পর Realme GT Neo 4 আপকামিং Redmi K60-এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। তবে যেহেতু, রিয়েলমি এখনও এই আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তাই টিপস্টার দ্বারা প্রদত্ত তথ্যগুলি কতটা সত্যি হয় তা সময়ই বলতে পারবে। আশা করা যায় খুব শীঘ্রই Realme GT Neo 4 সম্পর্কে আরও তথ্য জানতে পারা যাবে।