App: ঘুরতে ভালোবাসেন? স্মার্টফোনে রাখুন এই পাঁচটি দরকারি অ্যাপ

ঘুরতে কে না ভালোবাসে? কিন্তু আপনি যদি ভ্রমণের পোকা হন বা বাড়িতে যদি আপনার মন তেমন না বসে, তবে আপনার গন্তব্যে সঙ্গী হতেই আমাদের আজকের প্রতিবেদন। আসলে এই ডিজিটাল যুগে যেমন সব কিছুতে পরিবর্তন এসেছে, তেমনি বদল এসেছে বেড়াতে যাওয়ার হাল হকিকতেও। এখন ভ্রমণ চালিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই স্মার্টফোনের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে। আবার ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে সাথে রাখতে হবে পাওয়ারব্যাঙ্ক। তবে এছাড়াও ট্রাভেলারদের স্মার্টফোনে যা থাকা উচিত তা লক্ষ্য করার মত বিষয়। যেমন আমরা আজ পাঁচটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলব যা বাইরে বেড়াতে বেরোনোর সময় ফোনে থাকা অত্যন্ত সুবিধাজনক! আসুন এই এই পাঁচটি মোবাইল অ্যাপের নাম এবং সুবিধা জেনে নিই।

বেড়াতে গেলে ফোনে অবশ্যই রাখুন এই পাঁচটি অ্যাপ

১. Google Translate: আপনি যদি বিদেশ ভ্রমণ করেন এবং আপনি সেখানকার ভাষায় সড়গড় না হন তবে চিন্তা নেই। আপনার মুশকিল আসান করবে Google Translate। কারণ এই অ্যাপের মাধ্যমে, আপনি যেকোনো ভাষা বুঝতে এবং যে কারো সাথে কথা বলতে পারবেন। এটি ভাষা ট্রান্সলেটর হিসেবে কাজ করবে।

২. লোকাল Uber/Cab সার্ভিস: কোনো দেশে বেড়াতে গিয়ে আপনি সেখানের Uber বা Cab পরিষেবার সাহায্য নিয়ে স্থানীয় জায়গায় যেখানে যেতে চান সেখানে যেতে পারেন৷

৩. আবহাওয়া (ওয়েদার) অ্যাপ: কোথাও বেড়াতে গেলে সবসময় আবহাওয়ার ওপর নজর রাখতে হবে। কারণ আপনি যখন বাইরে থাকবেন তখন বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া বইবে অথবা রোদ উঠবে কিনা – সেইমত জেনে বুঝে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এর জন্য আপনি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে যেকোনো ওয়েদার অ্যাপ বেছে নিতে পারেন।

৪. Viber: আপনি যদি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন তবে আপনি এই অ্যাপটি একবার ট্রাই করতে পারেন। এটি বিনামূল্যে বিশ্বের যেকোনো জায়গায় ডাউনলোড এবং ব্যবহার করা যায়। এটি ব্যবহারের জন্য শুধু ইন্টারনেট কানেকশন লাগে, বদলে মেসেজ বা কল করার সুযোগ মেলে।

৫. XE কারেন্সি: এই অ্যাপটি একাধিক দেশের মুদ্রা বিনিময় হারের লেটেস্ট তথ্য দেয়। ফলে এটি ইন্সটল রাখলে ভ্রমণের সময় বাইরের জায়গায় টাকার রেট নিয়ে ঝামেলায় পড়তে হবেনা।