ফেস্টিভ সেলকে হাতিয়ার করে ভারতীয়দের ফাঁদে ফেলার চেষ্টা, ফের বিতর্কে চীন

চলতি বছর অক্টোবর মাসে বিশেষ সেল আয়োজন করে, ভারতীয় গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে Amazon বা Flipkart-এর মত ই-কমার্স প্ল্যাটফর্মগুলি। বিভিন্ন খবরে এই ফেস্টিভ সেলগুলিকে ‘রেকর্ড ব্রেকিং’ বিশেষণও দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি যে রিপোর্ট টেকগাপের সামনে এসেছে, তা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য! সূত্রের দাবি, উৎসবের মরসুমে আয়োজিত এই সেলগুলিকে হাতিয়ার করে ফের ভারতীয়দের বিপাকে ফেলার চেষ্টা করেছে চীনা হ্যাকিং গোষ্ঠীগুলি। রিপোর্ট অনুযায়ী, চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের কিছু জালিয়াত অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে সেল চলাকালীন ক্রেতাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল।

নয়াদিল্লি-ভিত্তিক সংস্থা সাইবারপিস (CyberPeace) ফাউন্ডেশনের মতে, চাইনিজ স্ক্যামাররা ‘স্পিন দ্য লাকি হুইল’ নামের একটি স্ক্যামের মাধ্যমে ফ্লিপকার্টের গ্রাহকদের টার্গেট করেছিল। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের জন্যেও অনুরূপ একটি স্ক্যাম তৈরি হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল অ্যামাজন বিগ বিলিয়ন ডে সেল। এই স্ক্যামগুলিতে ভারতীয় ক্রেতাদের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জেতার লোভ দেখিয়ে কিছু লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছিল। এমনকি এই ধরণের গেম থেকে অনেকে পুরস্কার হিসাবে স্মার্টফোন জিতেছে এমনটাও দাবি করা হয়েছিল। এই সমস্ত ডোমেন লিঙ্কগুলি চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের ‘ফ্যাং জিয়াও কিং’ (Fang Xiao Qing) নামে একটি প্রতিষ্ঠানে নিবন্ধিত অবস্থায় পাওয়া গেছে। হ্যাকাররা, আলিবাবার ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে এই ডোমেনগুলি রেজিস্ট্রেশন করেছে বলে জানা গেছে।

এই বিষয়ে সাইবারপিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান ভিনিত কুমার বলেছেন – ই-কমার্স কেলেঙ্কারি কোনো নতুন বিষয় নয়, কিন্তু উদ্বেগজনক বিষয় এটাই যে চাইনিজ সাইবার ওয়ারফেয়ার সংস্থাগুলি বারবার গোপনে ভারতে আক্রমণ করছে। ভিনিতের মতে, অক্টোবরের সেলে ১০০ কোটিরও বেশি ভারতীয় অনলাইনে কেনাকাটা করেছেন, সেক্ষেত্রে প্রচুর সংখ্যক মানুষের এই ধরণের কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই স্ক্যামগুলি দেশের টায়ার ২ এবং টায়ার ৩ অঞ্চলগুলিতেই বেশি সক্রিয় ছিল, কারণ ওই সমস্ত অঞ্চলের ইন্টারনেট ইউজারদের মধ্যে এই জাতীয় স্ক্যাম সম্পর্কে সচেতনতা কম।

তবে এই স্ক্যামের মাধ্যমে হ্যাকাররা কী অভিষ্ট সিদ্ধ করতে চেয়েছিল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু আমরা প্রতিবারের মতই পরামর্শ দেব, অনলাইন প্ল্যাটফর্মগুলি থেকে শপিং করার সময় সাবধান থাকুন। এই প্ল্যাটফর্মগুলির আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো বিজ্ঞাপনী প্রচারে চট করে বিশ্বাস করবেন না। এছাড়া সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে সময় কাটানোর সময় কোনো ধরণের গেম বা লিঙ্কেও ক্লিক করবেন না।