Mahindra Scorpio N এর বুকিং শনিবার থেকে শুরু, পুজোর আগেই ডেলিভারি, বাজারে ঝড় তোলার অপেক্ষা

হালে দেশের সবচেয়ে আলোচিত গাড়িগুলির মধ্যে অন্যতম Mahindra Scorpio N। দীর্ঘ দু’দশক ধরে দেশের এসইউভির জগতে নিজস্ব পরিচিতি তৈরি করে  কুড়িতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জুনের শেষান্তে নতুন অবতারে লঞ্চ হয়েছে গাড়িটি। ৩০ জুলাই থেকে শুরু হবে বুকিং‌। এবার মাহিন্দ্রার তরফে নতুন Scorpio N এর ডেলিভারি টাইমলাইন প্রকাশ করা হয়েছে।

পুজোর মরসুমের ঠিক আগেই Mahindra Scorpio N এর ডেলিভারি চালু করা হচ্ছে। ২৬ সেপ্টেম্বর থেকে একে একে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে চাবি। সংস্থা জানিয়েছে, ডিসেম্বর পর্যন্ত নয়া স্করপিওর ২২,০০০ ইউনিট কারখানা থেকে বের করা হবে। আর গ্রাহকদের পছন্দকে গুরূত্ব দিয়ে এসইউভিটির Z8 L ভ্যারিয়েন্টের উৎপাদন অগ্রাধিকার দেওয়া হবে। আগামী শনিবার সকাল ১১টা থেকে বুকিং নেওয়া শুরু হবে। মাহিন্দ্রার অফিশিয়াল ওয়েবসাইট বা ডিলারশিপে গিয়ে বুক করা যাবে‌‌।

প্রসঙ্গত, প্রথম ২৫,০০০ ক্রেতা গাড়িটি কম মূল্যে কিনতে পারবেন‌‌। তারপরেই XUV700 এর মতো Scorpio N এর দাম বেড়ে যাবে। ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলায় ক্রেতার অভাব হবে না‌। ফলে লাভবান হবে মাহিন্দ্রা। পেট্রল ও ডিজেল উভয় ধরনের জ্বালানি বিকল্পে এসেছে এই গাড়ি। ৩৬‌টি ভ্যারিয়েন্ট। তার মধ্যে ১৩টি পেট্রোল এবং ২৩টি ডিজেল। দাম ১১.৯৯ লাখ থেকে শুরু। আর ভ্যারিয়েন্ট অনুযায়ী তা পৌঁছবে ২৩.৯০ লাখ টাকায়।

মাহিন্দ্রা স্করপিও এন এর পেট্রোল ভেরিয়েন্টগুলির ২.০ লিটার mStallion টার্বো ইঞ্জিন সর্বোচ্চ ২০০ পিএস শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। আবার ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের বেস ভ্যারিয়েন্টগুলির পাওয়ার ১৩২ পিএস এবং টর্ক ৩০০ এনএম‌। আবার দামী মডেলের আউটপুট ১৭৫ পিএস ও ৪০০ এনএম। রিয়ার হুইল ড্রাইভ বা অল-হুইল-ড্রাইভ সিস্টেম অপশন রয়েছে।