Royal Enfield Interceptor 650-কে টেক্কা দিতে ভারতে Z650 RS রেট্রো বাইক আনছে Kawasaki

কাওয়াসাকি আর্ন্তজাতিক বাজারে সম্প্রতি Z650 RS মডেলের মর্ডান-ক্লাসিক বাইকটি লঞ্চের ঘোষণা করেছিল। এবার ভারতে বাইকটি নিয়ে আসার জন্য সংস্থার তরফে প্রস্তুতি শুরু করা হয়েছে। এ দেশে Kawasaki Z650 RS-এর রোড টেস্টিংয়ের ছবি প্রকাশ্যে এসেছে। বিপুল জনপ্রিয় Royal Enfield Interceptor 650-এর সাথে বাইকটির লড়াই হবে বলে ধারণা অটো এক্সপার্টদের।

Kawasaki Z650 RS: স্টাইলিং

ভারতীয় সড়কে কাওয়াসাকি জেড৬৫০ আরএস-এর পরীক্ষা করার সময় সেটি পুরো ক্যামোফ্ল্যাজ করা ছিল। তবে অনাবৃত অংশ থেকে জানা গিয়েছে যে এতে মাল্টি-স্পোক অ্যালয় হুইল এবং আন্ডারবেলি এগজস্ট থাকছে। মোটরসাইকেলটির মূল অংশগুলিতে উল্লেখযোগ্য পরিমাণে ক্রোম এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, বিশেষত হেডল্যাম্প বেজেলে।

এছাড়া কাওয়াসাকি জেড৬৫০ আরএস-এ রয়েছে কার্ভড ফুয়েল ট্যাঙ্ক, রাউন্ড মিরর, সিঙ্গেল সিট৷ রেট্রো স্টাইলকে সম্পূর্ণ করার জন্য বাইকে ক্রোম ফিনিশড টুইন-পড অ্যানালগ ক্লাস্টার থাকবে। একইসঙ্গে এলসিডি ড্যাশবোর্ডের সাথে এলইডি লাইটিং সেটআপের বিকল্প থাকবে।

Kawasaki Z650 RS road testing spotted India
Photo Credit: BikeWale

Kawasaki Z650 RS মেকানিক্যাল স্পেসিফিকেশন

কাওয়াসাকি নিনজা ৬৫০ স্পোর্টস ট্যুরার ও জেড৬৫০ নেকেড রোডস্টারে ব্যবহৃত ৬৪৯ সিসি-র টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে নতুন কাওয়াসাকি জেড৬৫০ আরএস বাইকে। এটি ৬৭.৩ বিএইচপি পাওয়ার এবং ৬৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।

ইঞ্জিন ছাড়াও নিনজা ৬৫০ ও জেড৬৫০-এর হার্ডওয়্যারের সাথে এসেছে কাওয়াসাকি জেড৬৫০ আরএস। এতএব, এর সামনে ৪১ মিমি টেলিস্কোপিক ফোর্কস ও পিছনে হরাইজনটাল লিঙ্ক মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া বাইকটিতে টুইন ফ্রন্ট ডিস্ক ব্রেক সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক, ও ডুয়েল চ্যানেল এবিএস পাওয়া যাবে।

Kawasaki Z650 RS আর্ন্তজাতিক বাজারের মতো ভারতে স্পার্ক ব্ল্যাক, ক্যান্ডি এমারেল্ড গ্রীন, এবং মেটালিক মুনডাস্ট গ্রে/ইবোনি কালার অপশনে পাওয়া যাবে। দাম হতে পারে ৬ লক্ষ ২০ হাজারের কাছাকাছি৷ লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কাওয়াসাকির তরফে এখনও কিছু জানানো হয়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন