55 ইঞ্চি Smart TV- র উপর 55 শতাংশ ডিসকাউন্ট, অবিশ্বাস্য অফার আনল Amazon

বছরের অন্তিম-পর্বে এসে একের পর এক সেল নিয়ে হাজির হচ্ছে ই-কমার্স সাইটগুলি। ফলে সস্তায় স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। যেমন, ই-কমার্স সাইট Amazon এখন সীমিত সময়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের স্মার্ট টিভি ৫৫% পর্যন্ত ডিসকাউন্টের সাথে উপলব্ধ করছে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আরোই কম দামে স্মার্ট টেলিভিশনগুলিকে বাড়ি নিয়ে আসা যাবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, LG, ​Samsung, TCL, ​Sony এবং ​iFFALCON ব্র্যান্ডের স্মার্ট টিভির উপর অফার দিচ্ছে Amazon। ফিচারের কথা বললে নেটফ্লিক্স, হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস থেকে শুরু করে হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল ও উৎকর্ষ মানের অডিও সিস্টেম, সবকিছু এই টিভিগুলিতে পাওয়া যাবে।

Amazon -এ ৫৫ ইঞ্চি স্মার্ট টিভির উপর উপলব্ধ অফারের তালিকা

​LG 55 inches 4K Ultra HD Smart LED TV: ওয়েবওএস চালিত এই স্মার্ট টিভিতে একটি ৫৫ ইঞ্চির 4K আল্ট্রা এইচডি LED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি কোয়াড কোর প্রসেসর ৪কে (4K) সহ এসেছে। এছাড়া উক্ত টেলিভিশনে এআই থিনক (AI ThinQ) টেকনোলজি সাপোর্ট করে এবং এতে ইন-বিল্ট গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, অ্যাপল এয়ারপ্লে ২ এবং হোম কিট উপলব্ধ। এছাড়া, নেটফ্লিক্স, ডিজনি+হটস্টার, অ্যাপল টিভি, সময় লিভ, ডিসকভারি+, জি৫, ভোট, গুগল প্লে মুভিস অ্যান্ড টিভি সমেত একাধিক ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা। অডিও সিস্টেমের ক্ষেত্রে এই টিভিতে, ২০ ওয়াট সাউন্ড আউটপুট, ২.০ চ্যানেল স্পিকার ও এআই সাউন্ড টেকনোলজি দেওয়া হয়েছে।

দাম : এলজি সংস্থার এই স্মার্ট টিভির সাথে অ্যামাজনে ফ্লাট ২৬,৯৯১ টাকার (৩৪%) ভারী ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর টিভিটির দাম ৭৯,৯৯০ টাকা থেকে কমে ৫২,৯৯৯ টাকা হয়ে যাবে। পুরোনো টেলিভিশন সেটের পরিবর্তে এই নয়া স্মার্ট টিভি কিনলে ১১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। আবার, ব্যাঙ্ক অফার হিসাবে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও মিলবে।

Samsung 55 inches 4K Ultra HD Smart QLED TV: স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে একটি ৫৫ ইঞ্চির 4K আল্ট্রা এইচডি QLED ডিসপ্লে প্যানেল রয়েছে। স্মার্ট ফিচার হিসাবে এতে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পিসি মোড, ইউনিভার্সাল গাইড, অটো গেম মোড এবং গেম মোশন প্লাস, সুপার আল্ট্রা ওয়াই গেম ভিউ অ্যান্ড গেম বার, ওয়েব ব্রাউজার এবং স্ক্রিন মিররিং ফিচার বর্তমান। ফিচারের নমুনা দেখেই আশা করি বুঝে গেছেন যে, এটি গেমারদের জন্য আদর্শ বিকল্প। সেক্ষেত্রে টিভিতে, ৪টি এইচডিএমআই পোর্ট, সেট টপ বক্স, ব্লু রে স্পিকার বা গেমিং কনসোল এবং ২টি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। স্যামসাংয়ের এই স্মার্ট টিভি – প্রাইম ভিডিও, হটস্টার, নেটফ্লিক্স, জি৫ সহ একাধিক অ্যাপ সাপোর্ট করে।

দাম : অ্যামাজনের সাইটে উক্ত স্যামসাং স্মার্ট টিভিকে অবিশ্বাস্য ৫৪,৯১০ টাকা (৩৮%) ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। ফলে, ডিসকাউন্টের পর এটিকে মাত্র ৮৯,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে। এছাড়া, ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে অতিরিক্ত ৫,০০০ টাকার ছাড়ও মিলবে।

TCL 55 inch 4K Ultra HD Certified Android QLED TV: এই স্মার্ট টিভিতে রয়েছে একটি ৫৫ ইঞ্চির 4K আল্ট্রা এইচডি LED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ এসেছে। স্মার্ট ফিচারের কথা বললে, ম্যাজি-কানেক্ট, ইন-বিল্ট ওয়াই-ফাই, স্ক্রিন মিররিংয়ের মতো উল্লেখযোগ্য ফিচার বর্তমান এই টিভিতে। এছাড়া, অন্যান্য টিভির ন্যায় এতেও নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টারের মতো নানাবিধ ওটিটি অ্যাপ উপলব্ধ। সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে, ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত ৫০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে এই টিভি।

দাম : অ্যামাজন থেকে যদি আপনারা উক্ত টিসিএল স্মার্ট টিভিটি কেনেন, তবে, ২,৩৯,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১,০৮,৯৯৯ টাকা খরচ করতে হবে। অর্থাৎ, ফ্লাট ১,৩০,৯৯১ টাকার (৫১%) ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া, এক্সচেঞ্জ অফারের দরুন অতিরিক্ত ৪,০০০ টাকার ডিসকাউন্ট মিলবে। আর, Axis Miles বা নির্বাচিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে।

​Sony Bravia 55 inches Smart LED TV: সনি ব্রাভিয়া স্মার্ট টিভিতে একটি ৫৫ ইসিনহির 4K আল্ট্রা এইচডি ডিসপ্লে দেখা যাবে, যার রেজোলিউশন ৩,৮৪০x২,১৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট (অ্যাডজাস্টেবল) ১২০ হার্টজ। উক্ত টিভি, ২০ ওয়াট সাউন্ড আউটপুট, এক্স ব্যালেন্সড স্পিকার, ডলবি অ্যাটমস এবং অ্যাম্বিয়েন্ট অপ্টিমাইজেশান টেকনোলজি সাপোর্ট করে। এতে গুগল টিভি, ভয়েস সার্চ, গুগল প্লে, ক্রোমকাস্ট এবং অটো লো লেটেন্সি মোড, অ্যাপল এয়ারপ্লে, অ্যাপল হোম কিট এবং অ্যালেক্সা -এর মতো অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। সনির এই স্মার্ট টিভিতে, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, জিও সিনেমা, ইউটিউব সমেত একাধিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যাবে।

দাম : অ্যামাজনে এই স্মার্ট টিভির সাথে সীমিত সময়ের জন্য ৩৫,৭১০ টাকার (২৬%) ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, টিভিটি কিনতে ১,৩৯,৯০০ টাকার পরিবর্তে ১,০৪,১৯০ টাকা খরচ করতে হবে। আবার এক্সচেঞ্জ অফার হিসাবে অতিরিক্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে।

​iFFALCON 55 inches 4K Smart LED TV: টিসিএল অধীনস্ত আইফলকন ব্যান্ডের এই স্মার্ট টিভিতে রয়েছে ৫৫ ইঞ্চির 4K আল্ট্রা এইচডি ডিসপ্লে। যা, ৩,৮৪০x২,১৬০ পিক্সেল রেজোলিউশন, এইচডিআর ১০ টেকনোলজি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে, ইন-বিল্ড গুগল অ্যাসিস্ট্যান্ট, এআই-ইন ও টি-কাস্ট উপলব্ধ। এছাড়া, নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিও সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যাবে এতে। সাউন্ড সেটআপের কথা বললে, এই টিভিতে রয়েছে ২৪ ওয়াট আউটপুট, ডলবি অডিও পাওয়ার স্পিকার এবং সারাউন্ড ভার্চুয়ালাইজারের সাপোর্ট পাওয়া যাবে।

দাম : অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, উক্ত স্মার্টটিভির দাম ৩১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই টিভির সাথে ৩৮,৯৯১ টাকা (৫৫%) ডিসকাউন্ট দেওয়া হবে। জানিয়ে রাখি, স্মার্ট টিভিটির প্রকৃত মূল্য ৭০,৯৯০ টাকা। অফারের কথা বললে, এটিকে ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথে কেনা যাবে। আর, নির্বাচিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরো ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।