কে বেস্ট 5G স্মার্টফোন: Galaxy F15 5G নাকি Redmi 13C 5G জেনে নিন

আর আপনার বাজেট কি ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা? তাহলে আপনি Samsung Galaxy F15 এবং Redmi 13C ডিভাইস দুটি বিবেচনা করে দেখতে পারেন।

আপনি কি একটি বাজেট স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? আর আপনার বাজেট কি ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা? তাহলে আপনি Samsung Galaxy F15 এবং Redmi 13C ডিভাইস দুটি বিবেচনা করে দেখতে পারেন। কারণ এই ডিভাইস দুটির দাম ১৫০০০ টাকার মধ্যে এবং এই দুটি ডিভাইসে দুর্দান্ত ফিচার ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদনে আমরা Samsung Galaxy F15 এবং Redmi 13C ফোনের দাম সহ সমস্ত ফিচার সম্পর্কে আলোচনা করবো।

Samsung Galaxy F15 এবং Redmi 13C এর দাম

Samsung Galaxy F15 ফোনটি ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে উপলব্ধ। আর এই ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকা।

অপরদিকে, Redmi 13C ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর এর ৪ জিবি + ১২৮ জিবি, ৬জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা, ১২,৪৯৯ টাকা এবং ১৪,৪৯৯ টাকা।

Samsung Galaxy F15 এবং Redmi 13C এর স্পেসিফিকেশন

উভয় ডিভাইসেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে এবং ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০৮০×২৩৪০ রেজোলিউশন সাপোর্ট করে।

এদিকে স্যামসাংয়ের ফোনটির ওজন ২১৭ গ্রাম আর এটি ৯.৩ মিমি পুরু। যেখানে রেডমির ডিভাইসটির ওজন ১৯২ গ্রাম আর এটি ৮.৯ মিমি পুরু।

ক্যামেরার কথা বললে, স্যামসাংয়ের ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে। আর সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সরও দেওয়া হয়েছে। তবে, রেডমির ডিভাইসের পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের ফোনে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে রেডমির ফোনে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

সিকিউরিটি ফিচারের কথা বললে, উভয় ফোনেই রয়েছে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে রেডমি ডিভাইসটিতে এআই ফেস আনলক সাপোর্টও দেওয়া হয়েছে।

এছাড়াও, স্যামসাংয়ের হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, কিন্তু রেডমির ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৩