শীঘ্রই বাজারে আসছে Oppo Reno 6Z, থাকবে 60hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ Dimensity 800U প্রসেসর

Oppo যে গ্লোবাল মার্কেটে তাদের Reno 6 সিরিজ লঞ্চের প্রস্তুতি শুরু করেছে তা আমাদের কাছে অজানা নয়। তবে এছাড়াও চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি আরও একটি ফোন শীঘ্রই গ্লোবাল মার্কেটে আনবে, যার নাম Oppo Reno 6Z (অপ্পো রেনো ৬ জেড)। এই ফোনটি চলতি বছরের এপ্রিলে লঞ্চ হওয়া Oppo Reno 5Z এর আপগ্রেড ভার্সন হবে। জনপ্রিয় একজন টিপস্টার আজ এই ফোনটির মুখ্য কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

টিপস্টার, অভিষেক যাদব জানিয়েছেন, Oppo Reno 6Z ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ইউ প্রসেসর ব্যবহার করা হবে। আবার এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। শুধু তাই নয়, এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এই স্পেসিফিকেশন আমরা Oppo Reno 5Z ফোনেও দেখেছিলাম। ফলে আশা করা যায় উত্তরসূরীতে উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি থাকবে। আসুন Oppo Reno 5Z এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 5Z এর স্পেসিফিকেশন

অপ্পো রেনো ৫ জেড ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটি ৪,৩১০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 5Z ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল মনো ক্যামেরা। আবার সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন