পিছিয়ে গেল Nokia 9.3 PureView 5G এর লঞ্চের সময়, জানুন কবে আসবে ফোনটি

স্মার্টফোন মার্কেটে এখন জোর চর্চা Nokia 9 PureView এর আপগ্রেড ভার্সন Nokia 9.3 PureView 5G নিয়ে। কয়েকজন টিপ্সটার গতমাসে দাবি করেছিলেন নোকিয়ার এই ফ্ল্যাগশিপ ফোনটি এই মাসে অর্থাৎ নভেম্বরে লঞ্চ হবে। তবে একে একে দিন পেরিয়ে নভেম্বর মাস প্রায় শেষের মুখে, কিন্তু নোকিয়া ৯.৩ পিওরভিউ ৫জি এর লঞ্চ সম্পর্কে নতুন কোনো আপডেট পাওয়া যাচ্ছিলনা। তবে আজ একটি নতুন খবর সামনে এসেছে, যেখানে বলা হয়েছে এই বছর নয়, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমার্ধে বাজারে আসবে Nokia 9.3 PureView 5G।

জনপ্রিয় টিপ্সটার Nokia anew একটি টুইটে দুঃখপ্রকাশ করে জানিয়েছেন যে, Nokia 9.3 PureView 5G ফোনটি এই বছর লঞ্চ করা হবেনা। পরিবর্তে, ২০২১-এর প্রথমদিকে হ্যান্ডসেটটি বাজারে আসবে। তবে ঠিক কোন মাসে ফোনটি লঞ্চ হবে সেবিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি Nokia anew। মনে করা হচ্ছে কোভিড -১৯ এর কারণেই কোম্পানি ফোনটির লঞ্চ ডেট পিছিয়ে দিচ্ছে।

Nokia 9.3 PureView 5G এর কথা বললে, এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। জল্পনা চলছে, ফোনটিতে জেইস (Zeiss) অপটিক্স লেন্সসহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সম্ভবত, ফোনটিতে পাঁচটি ক্যামেরা থাকবে এবং সাথে  8K রেজোলিউশনের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এছাড়া, হ্যান্ডসেটটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ডিসপ্লে থাকবে।

প্রসঙ্গত, সংস্থাটি দিনকয়েক আগে ভারতের মার্কেটে Nokia 2.4 নামের একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনটির দাম ১০,৩৯৯ টাকা এবং এটি ডাস্ক, চারকোল এবং এফ-জর্ড তিনটি রঙে কেনা যাবে।