Apple iPhone 16: বহুদিন পরে বদল আসছে আইফোনের ডিজাইনে, কেমন দেখতে হবে আইফোন ১৬

Apple iPhone 16 ফোনের রেন্ডার এলো প্রকাশ্যে, ভিন্ন ডিজাইনের সাথে লঞ্চ হওয়ার ইঙ্গিত

অ্যাপল (Apple) তাদের আইফোনে (iPhone) ফিচারের দিক থেকে বৈচিত্র্য নিয়ে এলেও, নতুন ডিজাইন অফারে বারংবারই ব্যর্থ! যেকারণে প্রতিবছরই নেটিজেনদের সমালোচনায় মুখে পোড়ে টিম কুকের সংস্থাটির। আর এই সমালোচকদের তালিকায় যদি আপনিও থাকেন, তাহলে বলি যে, আগামী বছর আসন্ন আইফোন ১৬ (iPhone 16) আকর্ষণীয় নতুন লুক পেতে পারে। সম্প্রতি একটি নতুন রেন্ডার প্রকাশ্যে এসেছে, যেখানে আপকামিং আইফোন ভিন্ন বাটন বিন্যাস এবং ক্যামেরা ডিজাইনের সাথে আসবে বলে দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, iPhone 16 -এর প্রি-প্রোডাকশন রেন্ডার ফাঁসের নেপথ্যে আছে ম্যাকরুমার্স (MacRumors)।

Apple iPhone 16 ফোনের রেন্ডার এলো প্রকাশ্যে, ভিন্ন ডিজাইনের সাথে লঞ্চ হওয়ার ইঙ্গিত

ম্যাকরুমার্স দ্বারা প্রকাশিত রেন্ডার ইমেজ অনুসারে, আসন্ন আইফোন ১৬ মডেলের ডিজাইনে বেশ কয়েকটি আকর্ষণীয় পরিবর্তন নিয়ে আসা হতে পারে। যেমন, বর্তমান প্রজন্মের আইফোনগুলি তির্যক ক্যামেরা মডিউল অফার করে। আসন্ন ১৬তম প্রজন্মের আইফোনে উল্লম্ব ক্যামেরা লেআউট দেওয়া হবে। আবার ডিভাইসের পাশে অবস্থিত বাটনগুলির বিন্যাস পরিবর্তন করার ইঙ্গিতও পাওয়া গেছে রেন্ডারে।

প্রসঙ্গত রেন্ডার থেকে আরও জানা গেছে, অ্যাপল বর্তমানে তাদের আইফোন ১৬ মডেলটি – ইয়ালো, পিঙ্ক এবং মিডনাইট বা ব্ল্যাক কালার প্রোটোটাইপের উপর ভিত্তি করে পরীক্ষা করছে। এর আগে আইফোন ১৫ -এর জন্য প্রাথমিকভাবে বিবেচিত অন্যান্য কালার বিকল্পগুলিও আসন্ন মডেলের জন্য পরীক্ষা করেছিল।

এদিকে, ইয়ালো কালার প্রোটোটাইপ যুক্ত মডেলটি, iPhone 16 -এর প্রাথমিক ডিজাইন বলে মনে করা হচ্ছে। এতে একটি ভলিউম রকার এবং একটি অ্যাকশন বাটন দেখা গেছে। আবার এর ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা বাম্প আইফোন এক্স (iPhone X) মডেলের কথা মনে করিয়ে দিচ্ছে।

পিঙ্ক কালার বিকল্পটি স্বতন্ত্র ভলিউম বাটন এবং একটি অ্যাকশন বাটন সহ দেখা গেছে। এর পিছনে থাকা ক্যামেরা মডিউল হুবহু পুরোনো প্রজন্মের আইফোন ১২ (iPhone 12) -এর অনুরূপ।

অন্যদিকে, মিডনাইট (ব্ল্যাক) কালার প্রোটোটাইপ যুক্ত iPhone 16 মডেলে তুলনায় বড় অ্যাকশন বাটন এবং একটি নতুন ‘ক্যাপচার’ বাটন নজরে পড়েছে। রিপোর্টে, এই ব্ল্যাক ভ্যারিয়েন্টটি আসন্ন আইফোনের জন্য সম্ভাব্য চূড়ান্ত ডিজাইন হিসাবে বিবেচিত হয়েছে।

তবে ইয়ালো, পিঙ্ক ও মিডনাইট কালার প্রোটোটাইপে থাকা তিনটি মডেলের মধ্যে একটা মিল বিশেষভাবে আমাদের নজরে পড়েছে, যা হল উল্লম্বভাবে অবস্থিত ক্যামেরা সেন্সর। এই ক্যামেরা লেআউটটি চূড়ান্ত ডিজাইন বলে মনে করা হচ্ছে। তবে ম্যাকরুমার্স জানিয়েছে, অ্যাপল তাদের iPhone 16 -এর জন্য আরো দুটি ভিন্ন ক্যামেরা বাম্প ডিজাইন বিবেচনা করে দেখছে, এগুলি হল –

  • iPhone 12 স্টাইল : দুটি ক্যামেরা লেন্স, একটির উপরে আরেকটি উল্লম্বভাবে অবস্থান করবে।
  • iPhone X স্টাইল : একক পিল-আকৃতির ক্যামেরা মডিউল।

যাইহোক, iPhone 16 লঞ্চ হতে এখনো নয় মাস বাকি। তাই প্রকাশ্যে আসা প্রোটোটাইপগুলি এখুনি চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত হবে না। আনুষ্ঠানিক লঞ্চের আগে ডিজাইনে পরিবর্তন আনা হতেও পারে।