দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ ও ৮ জিবি র‌্যামের সাথে LG Ultra Gear 17 লঞ্চ হল

সাউথ কোরিয়ান টেক জায়ান্ট LG বৃহস্পতিবার Ultra Gear 17 নামে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। এটিই সংস্থার সর্বশেষ হাই-পারফরম্যান্স ল্যাপটপ। ল্যাপটপটি একেবারে অত্যাধুনিক মানের প্রযুক্তির সমন্বয়ে তৈরী হয়েছে। বিশেষত ট্রিপল এ (AAA) গেম খেলা ও হাই রেজোলিউশনের ভিডিও এডিট করার কথা মাথায় রেখেই ল্যাপটপটিকে ডিজাইন করা হয়েছে। তবে ল্যাপটপটি বর্তমানে শুধুমাত্র সাউথ কোরিয়ার বাজারেই লঞ্চ করেছে। সমস্ত বিশ্বে এর উপলব্ধতা সম্পর্কে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। আসুন জেনে নেওয়া যাক LG Ultra Gear 17 ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্য।

LG Ultra Gear 17 ল্যাপটপের স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা

LG Ultra Gear 17 ল্যাপটপটিতে আছে WQXGA (২৫৬০×১৬০০ পিক্সেল) রেজোলিউশনের ১৭ ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ১১ জেনারেশন টাইগার লেক ইন্টেল কোর (11th-Gen Tiger Lake Intel Core) প্রসেসর এবং এনভিডিয়া জিফর্স জিটিএক্স ১৬৫০আই (Nvidia GeForce GTX1650i) জিপিইউ, ফলে কাজের গতি হবে প্রচন্ড দ্রুত এবং স্মুথ।

LG Ultra Gear 17 ল্যাপটপটি ৮ জিবি ডিডিআর ৪ ৩২০০ মেগাহার্টজ র‌্যাম এবং ৫১২ জিবি এম.২ এনভিএমই এসএসডি (M.2 NVMe SSD) সহ পাওয়া যাবে। এই ল্যাপটপটিতে ৮০ ওয়াট আওয়ারের (Whr) ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। ল্যাপটপটিতে ডুয়াল পাওয়ার কুলিং সিস্টেম আছে, ফলে দীর্ঘক্ষণ ভারী কাজকর্ম করলেও কোনো হিটিং ইস্যু দেখা যাবে না।

কানেক্টিভিটির জন্য এলজি আলট্রা গিয়ার ১৭ ল্যাপটপটিতে তিনটি ইউএসবি ৩.১ পোর্ট, একটি ইউএসবি ৪ পোর্ট, একটি এইচডিএমআই (HDMI) পোর্ট এবং একটি ডিসি চার্জার (DC Charger) পোর্ট আছে। এলজি আলট্রা গিয়ার ১৭ ল্যাপটপটির ওজন ১.৯ কেজি।

LG Ultra Gear 17 ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ২.২৪ মিলিয়ন য়োন যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪ লক্ষ টাকার কাছাকাছি। আপাতত শুধুমাত্র সাউথ কোরিয়াতে এই ল্যাপটপটি পাওয়া যাবে। আশা করা যায় ভারতবর্ষের বাজারে খুব শীঘ্রই চলে আসবে এলজি আলট্রা গিয়ার ১৭ ল্যাপটপটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন