এই তিনটি Realme ফোনে আসবে না Android 13 আপডেট, কেনার আগে সাবধান হোন

Realme বর্তমানে Android 13 ভিত্তিক তাদের লেটেস্ট কাস্টম স্কিন Realme UI 4.0 রোল আউট নিয়ে ব্যস্ত। নতুন ডিজাইন থিম, কাস্টমাইজেশন ফিচার, আরো উন্নত পারফরম্যান্স, সিকিউরিটি প্যাচ সহ একাধিক নতুন বৈশিষ্ট্য অফারকারী এই কাস্টম রমটি ইতিমধ্যেই একাধিক ডিভাইসে উপলব্ধ হয়েছে। গত বছর আগস্ট মাসে সংস্থাটি Realme GT 2 Pro মডেলের জন্য Realme UI 4.0 ওএসের আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম রিলিজ করেছিল। পরবর্তী সময়ে, Realme GT Neo 3, Realme GT Neo 3 150W, Realme 9 Pro Plus এবং Realme 9 Pro স্মার্টফোনের ভারতীয় ব্যবহারকারীদের জন্যও আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম ঘোষণা করা হয়। আবার গত বছরের শেষ প্রান্তে এসে Realme 9i মডেলটিও Android 13 ভিত্তিক সংস্থার লেটেস্ট কাস্টম স্কিনের আপডেট পেয়েছে। ভবিষ্যতে আরো অনেক ফোনে এই নতুন কাস্টম রম দেখা যাবে বলেও আশা করা হচ্ছে। তবে মনে হচ্ছে সংস্থার নির্দিষ্ট কয়েকটি ফ্ল্যাগশিপ ডিভাইসে হয়তো এই আপডেট আসবে না।

তিনটি জনপ্রিয় Realme ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme UI 4.0 আপডেট পাবে না

রিয়েলমি সংস্থার সফ্টওয়্যার আপডেট পলিসি অনুসারে, ২০২১ সালের পরে লঞ্চ হওয়া সমস্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং ট্যাবলেট তিন বছরের জন্য মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ বিনামূল্যে পাবে। যদিও পলিসিতে আরেকটি বিষয় খুবই স্পষ্ট ভাবে উল্লেখ ছিল যে, সংস্থার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিই শুধুমাত্র আপডেট পাওয়ার যোগ্য। যার দরুন এখন মনে হচ্ছে, নির্দিষ্ট কয়েকটি মডেল অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নতুন কাস্টম স্কিন রিয়েলমি ইউআই ৪.০ আপডেট পাবে না। ফোনগুলির তালিকা নিচে দেওয়া হল…

এই Realme ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি পাবে না Realme UI 4 আপডেট –

Realme X2 Pro
Realme X50 Pro
Realme X3 SuperZoom

প্রসঙ্গত ব্র্যান্ডটির পুরানো আপডেট পলিসিতে উল্লেখ ছিল যে, সমস্ত রিয়েলমি ডিভাইস ইতিমধ্যেই দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। এক্ষেত্রে উল্লেখিত এক্স-সিরিজের তিনটি স্মার্টফোনের জন্য ২০২১ সালের পর থেকে মোট তিনটি অ্যান্ড্রয়েড আপডেট রিলিজ করা হয়েছিল। তবে নতুন পলিসির ভিত্তিতে, যেহেতু এগুলি লেটেস্ট মডেল নয়, সেহেতু চলতি বছর থেকে উক্ত তিনটি ডিভাইস আর কোনো নতুন ওএস আপডেট পাবে না।