দাম 15 হাজারেরও কম, হালকা কিন্তু শক্ত ফ্রেম দিয়ে ই-বাইক লঞ্চ করে সাড়া ফেলল Ninenty One Cycles

নগন্য খরচে ও নির্ঝঞ্ঝাটে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে ভারতে বৈদ্যুতিক সাইকেলের সমাদর বাড়তে দেখা যাচ্ছে। সেই চাহিদা পূরণ করতে দেশের বাজারকে লক্ষ্য করে নানান সংস্থা তাদের হরেক ইলেকট্রিক বাইসাইকেলের মডেল নিয়ে হাজির হচ্ছে। তেমনই এবার নাইটি ওয়ান সাইকেলস (Ninety One Cycles) লঞ্চ করল তাদের ঝাঁ-চকচকে Black Arrow 700cc ই-সাইকেল। দেশের বাজারে এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকা। ঝাঁকুনি কমাতে ৭-স্পিড EZ ফায়ার রিয়ার শিফটার এবং হাইব্রিড ফর্ক সহ এসেছে এটি। দ্রুত রাইডিংয়ের জন্য Shimano ৭-স্পিড গিয়ার সেট দেওয়া হয়েছে।

হালকা ফ্রেমের কারণে Black Arrow 700cc চালাতে সহজ হবে। এতে উপস্থিত ১৬০ মিমি ডিস্ক ব্রেক এবং হাইট্রাকশন নাইলন টায়ার নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে। এই প্রসঙ্গে সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও শচীন চোপড়া বলেন, “ভারতীয় গ্রাহকদের নিত্য নতুন পণ্যের স্বাদ দিতে নাইনটি ওয়ান সাইকেলসের উদ্ভাবন জারি থাকে। Black Arrow আমাদের সেরা পণ্যের প্রতিশ্রুতির সাক্ষ্য। যা গ্রাহকদের আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে।” অন্যদিকে সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর বিশাল চোপড়া জানান, “আমাদের লঞ্চের অন্যতম ইউনিক প্রোডাক্ট হল Black Arrow।”

প্রসঙ্গত, সম্প্রতি Meraki S7KTM Chicago Disc 271 মডেল লঞ্চ করেছে সংস্থাটি। প্রথমটি একটি বৈদ্যুতিক সাইকেল, যেখানে দ্বিতীয়টি হল একটি মাউন্টেন বাইসাইকেল। ভারতে কেটিএম বাইসাইকেল ব্র্যান্ডের সাথে হাত মিলিয়ে এটি নিয়ে এসেছে নাইনটি ওয়ান সাইকেলস। যেকোনো প্রকার রাস্তায় সাবলীল ভাবে চলতে ওই মাউন্টেন মডেলে আছে ৬৮০ মিমি হ্যান্ডেল বার ও ২৭.৫ ইঞ্চি টায়ার।

এদিকে সম্প্রতি সংস্থাটি তাদের বিনিয়োগকারী যেমন Avaana Capital, Titan Capital, A91 Partners ও Fireside Ventures -এর থেকে মোট ৩ কোটি ডলার প্রায় ২৩৬ কোটি) অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছে। এর ফলে AlphaVector India Pvt. Ltd-এর অধীনস্থ সংস্থা নাইনটি ওয়ানের বাজারদর ১,০০০ কোটি টাকায় পৌঁছেছে।