চ্যাট করতে করতে হবে লেনদেন, ভারতে UPI পেমেন্টের অনুমতি পেল WhatsApp Pay

বর্তমান সময়ে অনলাইন পেমেন্ট বা UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) সিস্টেম ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। স্মার্টফোনে ইন্সটল থাকা Google Pay, PhonePe, Paytm ইত্যাদি অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে মিনি ব্যাংক। করোনা পরিস্থিতির কারণে এই অ্যাপ্লিকেশনগুলির ওপর নির্ভরশীলতা আরো বেড়েছে। তবে আগামী সপ্তাহগুলিতে ডিজিটাল বা ইউপিআই ট্রানজাকশনের জন্য আলাদা কোনো অ্যাপ ইন্সটল না রাখলেও চলবে, কারণ এবার অনলাইন পেমেন্ট করা যাবে WhatsApp থেকেই। গত কয়েকমাস ধরেই WhatsApp-এর এই নতুন সুবিধার কথা বারবার খবরের শিরোনামে উঠে আসছিল। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, জনপ্রিয় শর্ট মেসেজিং অ্যাপটিকে ডিজিটাল পেমেন্ট অপশন চালু করার সমস্ত রকম ছাড়পত্র দিয়েছে NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া)। ফলে খুব শীঘ্রই আসতে চলেছে ‘WhatsApp Pay’ ফিচার।

যারা জানেননা তাদের বলে রাখি, ফিচারটি মজাদার হলেও নতুন নয়। ২০১৮ সালে নিজের প্ল্যাটফর্মে ইউপিআই পরিষেবা যুক্ত করতে কাজ শুরু করে হোয়াটসঅ্যাপ। NPCI-এর তরফে সবুজ সংকেত পাওয়ায় সংস্থাটি তার বিটা প্রোগ্রামে ইউপিআই পরিষেবা চালুও করে। এরপর দুবছরেরও বেশি সময় ধরে কিছু বিটা ইউজারকে এই পরিষেবা ব্যবহার করার সুযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর, এখন সমস্ত ইউজারদের জন্য বিশেষ অপশনটি চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

রিপোর্ট অনুযায়ী, NPCI জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের ইউপিআই পরিষেবা চালু হলে প্রথমে অ্যাপটির ২০ মিলিয়ন ইউজার সুবিধাটি পেতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর ধীরে ধীরে নিজের ইউপিআই ইউজারবেস বাড়াতে পারে WhatsApp। জানা গিয়েছে WhatsApp Pay পরিষেবার জন্য সংস্থাটি আইসিআইসিআই ব্যাংকের সাথে চুক্তি করেছে।

এদিকে NPCI জানিয়েছে, মোট ইউপিআই ট্রানজাকশনের ওপর ৩০% রেটে ইন্টারেস্ট লিমিট থাকবে, যা আগামী বছরের প্রথম দিন থেকে অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সমস্ত থার্ড পার্টি ইউপিআই পেমেন্ট মাধ্যমের ওপর কার্যকরী হবে। এক্ষেত্রে ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তিন মাসের মোট ট্রানজাকশন দেখে তা থেকে ক্যাপ বা ইন্টারেস্ট লিমিট হিসেব করা হবে। মূলত ইউপিআই ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতেই এই ধরণের শর্ত মেনে চলার আদেশ দেওয়া হয়েছে বলে দাবি NPCI-এর।

ইউপিআই পেমেন্ট বাজারে বর্তমানে Google Pay-র প্রায় ৪০ শতাংশ শেয়ার ও Phonepe-র ৪০ শতাংশ শেয়ার রয়েছে। আবার Paytm, Mobikwik এবং Freecharge-এর সম্মিলিত শেয়ার আনুমানিক ২০%। তাই WhatsApp Pay এর আগমনে আগামী দিনে ইউপিআই মার্কেটে যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা!

আবার, হোয়াটসঅ্যাপের পেমেন্ট পরিষেবা চালু হলে ইউপিআই সিস্টেমের ব্যবহার যে আরো বাড়বে এবং অনলাইন পেমেন্ট আরো সহজ হয়ে যাবে তাতেও কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই ফেসবুকের মালিকানাধীন এই পরিষেবাটির ভারতে ৪০০ মিলিয়নেরও বেশি ইউজার রয়েছে। তাই আগামী দিনে খুব সহজেই Google Pay, Paytm-এর মত মাধ্যমের চোখের ঘুম কেড়ে নিতে পারে হোয়াটসঅ্যাপ!