Apple বড় সিদ্ধান্ত নিতে পারে, iPhone 16 বাজারে না আসতেই iPhone 17-এর ফিচার লিক

অ্যাপল (Apple)-এর আইফোনকে ঘিরে বরাবরই গ্রাহকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে থাকে। সারাবছর ধরেই নানা সূত্র মারফৎ পরবর্তী প্রজন্মের আইফোনগুলির সম্পর্কে নানা তথ্য ইন্টারনেটে ফাঁস হয়। এখন যেমন একটি নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা আইফোনের Plus এবং নন-প্রো ভার্সন কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য সুখবর নিয়ে এসেছে। বলা হচ্ছে যে, আরও ইউজারদের আকৃষ্ট করার জন্য আগামী বছর আসতে চলা iPhone 17 এবং iPhone 17 Plus-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের প্রোমোশন ডিসপ্লে থাকবে। এটি এমন একটি ফিচার, যা এতদিন দামী মডেলগুলির জন্য সংরক্ষিত ছিল৷

আগামী বছর সাশ্রয়ী মূল্যের iPhone 17 এবং iPhone 17 Plus-এও মিলবে অলওয়েজ-অন ডিসপ্লে

অ্যাপল আসন্ন আইফোন ১৭ সিরিজের সকল মডেলে এলটিপিও ওলেড (LTPO OLED) প্যানেল ব্যবহার করা শুরু করবে, যা একটি বিশাল পরিবর্তনের দিকে নির্দেশ করে৷ ১২০ হার্টজের প্রোমোশন প্যানেল কেবল মসৃণ স্ক্রোলিং বা আরও ডায়নামিক ভিজ্যুয়ালই প্রদান করে না, তার সাথে এটি ফোনে অলওয়েজ-অন ডিসপ্লে ফাংশনালিটিও এনেবল করে। এই বিশেষ বৈশিষ্ট্যটির ডিসপ্লে প্যানেলের রিফ্রেশ রেটকে ১ হার্টজে সূক্ষ্মভাবে অ্যাডজাস্ট করার ক্ষমতা রয়েছে, যার লক্ষ্য বেশি ব্যাটারি ক্ষয় না করে প্রয়োজনীয় তথ্য দৃশ্যমান রাখা।

আইফোন ১৭ সিরিজের এই বিশেষ আপগ্রেডের জন্য অ্যাপল জনপ্রিয় চীনা ডিসপ্লে প্রস্তুতকারক বিওই (BOE)-এর সাথে জোট বাঁধবে। অ্যাপল দ্বারা নির্ধারণ করা কিছু অসুবিধা এবং কঠোর স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক থাকা সত্ত্বেও, দুই সংস্থার এই যৌথ প্রয়াস ২০২৫ সালের মধ্যে ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। বিওই-এর এখন চ্যালেঞ্জ হল আইফোন ১৭ লাইনআপের চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধি করা।

উল্লেখ্য, অ্যাপলের এই কৌশলগত পদক্ষেপটি নন-প্রো iPhone-এর মাধ্যমে হাই-এন্ড ফিচার্সে অ্যাক্সেসকে স্বাভাবিক করতে পারে, যার দ্বারা আরও বেশি গ্রাহক এগুলি ব্যবহার করতে সক্ষম হবেন। এটি একটি স্পষ্ট লক্ষণ যে, অ্যাপল আরও বেশি সংখ্যক ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে ডিসপ্লে আপগ্রেডের কারণে কোম্পানি তাদের নন-প্রো মডেলগুলির দাম বাড়াবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, কোম্পানি iPhone 17-এ আরও বড়, ভালো সেলফি ক্যামেরাও যোগ করবে।