Urbn Magtag: বাজারে এল অদ্ভুত পাওয়ার ব্যাঙ্ক, পিছনে লাগিয়েই চার্জ করা যাবে Android ও iPhone

Urbn Magtag পাওয়ার ব্যাঙ্ক ১০,০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ, এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ

বর্তমানে মোবাইল ফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যে কারণ, মানুষ এক মুহূর্তের জন্য মোবাইল ফোনকে নিজের থেকে দূরে রাখতে পারছে না। এমন পরিস্থিতিতে ফোন চার্জে রাখাও মানুষের মনে বিড়ম্বনা সৃষ্টি করছে। কারণ মোবাইল ফোন চার্জ দেওয়া মানে মোবাইল থেকে কিছু সময় দূরে থাকা। তবে, আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন এবং এর থেকে নিস্তার পেতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ দেশীয় D2C চার্জিং সলিউশন ব্র্যান্ড Urbn একটি নতুন কম্প্যাক্ট ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে। এর মাধ্যমে সহজেই মোবাইল ফোন হাতের কাছে রেখেই চার্জ দেওয়া সম্ভব।

এই নতুন Urbn Magtag পাওয়ার ব্যাঙ্ক ১০,০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ, এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। আর দুটি প্রোডাক্টই সংস্থাটির প্রিমিয়াম রেঞ্জ ক্যাটাগরির ব্ল্যাক এডিশনের অধীনে লঞ্চ করা হয়েছে।

Urbn Magtag পাওয়ার ব্যাঙ্কের দাম এবং প্রাপ্যতা

১০,০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন এই ম্যাগট্যাগ পাওয়ার ব্যাঙ্কের দাম যথাক্রমে ৩,৪৯৯ টাকা এবং ২,৪৯৯ টাকা।

ক্রেতারা এখন অ্যামাজন, ফ্লিপকার্ট ,ক্রোমা, বিজয় সেলস এবং আরবান-এর নিজস্ব ডিটুসি প্ল্যাটফর্ম Urbanworld.com থেকে এই বিশেষ পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারবেন। উল্লেখ্য, পাওয়ার ব্যাঙ্কটি কালো, নীল এবং বেগুনি রঙে পাওয়া যাবে। আর এর সাথে এক বছরের ওয়ারেন্টিও পাওয়া যাবে।

Urbn Magtag পাওয়ার ব্যাঙ্কের ফিচার

১০,০০০ এমএএইচ ব্যাটারির ম্যাগট্যাগ পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ডেলিভারি (PD) ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা মাত্র ৩০ মিনিটেই ডিভাইসকে শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। লেটেস্ট আরবান ম্যাগট্যাগ আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসকে চার্জ করতে পারে। আবার এই পাওয়ার ব্যাঙ্কে ইনোভেটিভ ম্যাগ রিং-এর সুবিধাও দেওয়া হয়েছে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়্যারলেস চার্জিং সক্ষম আইফোন বা অ্যান্ড্রয়েড উভয় ডিভাইস চার্জ করতে পারবেন। আর ভালো চার্জিং অভিজ্ঞতার জন্য ক্রেতারা তাদের ফোন কেসে ম্যাগট্যাগ রিং সংযুক্ত করে রাখতে পারেন।

Urbn Magtag পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ চার্জ হতে ৩ থেকে ৪ ঘন্টা সময় নেয়। আর ১০,০০০ এমএএইচ ক্ষমতার পাওয়ার ব্যাঙ্কটি ১৫ ওয়াট ওয়্যারলেস এবং ২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং স্পিড সাপোর্ট করে। অন্যদিকে ৫০০০ এমএএইচ ভ্যারিয়েন্টে আরো কম্প্যাক্ট ফর্মফ্যাক্টর উপস্থিত এবং এটি শুধুমাত্র ১২ ওয়াট ওয়্যার্ড চার্জিং স্পিড সাপোর্ট করে।