পরের মাসে আসছে নতুন iPhone 15 সিরিজ, লঞ্চের আগেই ফাঁস হল নতুন Apple ফোনের দাম

বহুদিন আগে থেকেই আসন্ন Apple iPhone 15 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার সংক্রান্ত তথ্য সামনে আসছে, এবার লঞ্চের আগে ফাঁস হল এগুলির দাম।

সেপ্টেম্বর মাস মানেই প্রযুক্তিদুনিয়ার কাছে নতুন iPhone লঞ্চের সময়। কারণ অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের হেরফের হলেও বছরের এই মাসটিতেই Apple তার নতুন স্মার্টফোন সিরিজ বাজারে আনে। সেক্ষেত্রে পরবর্তী Apple iPhone 15 মডেলগুলির লঞ্চ ইভেন্ট সম্ভবত আর দু-তিন সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে বলে অনুমান করা হচ্ছে। নেটমাধ্যমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন iPhone সিরিজ ১২ বা ১৩ই সেপ্টেম্বর লঞ্চ হতে পারে; যদিও কোম্পানি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এদিকে লঞ্চের বহু আগে থেকেই আসন্ন Apple iPhone 15 সিরিজ নিয়ে চর্চা চলছে; ইতিমধ্যে লিক হয়েছে এগুলির সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার সংক্রান্ত তথ্যও। এমতাবস্থায় ভারতে এই নতুন প্রিমিয়াম ফোনগুলির দাম কত হতে পারে, সেই বিষয়েও কিছু বিশ্লেষণ সামনে এল। আসুন তবে, দেখে নিই বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী Apple-এর নতুন iPhone 15 সিরিজের মূল্য বাবদ কেমন খরচ হতে পারে।

লঞ্চের আগেই সামনে এল iPhone 15 সিরিজের দাম

যেমনটা আগেই বলেছি, অ্যাপল ইভেন্টের আগেই এবার ফাঁস হয়েছে আসন্ন আইফোন ১৫ সিরিজের দাম। একটি সূত্রের মতে, পরবর্তী সিরিজে ভ্যানিলা আইফোন ১৫ এবং এর প্লাস সংস্করণের দাম প্রায় এক রাখা হতে পারে। এক্ষেত্রে সম্ভবত বেস আইফোন ১৫ মডেল মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৯৯ ডলার এবং ভারতে ৭৯,৯০০ টাকার প্রারম্ভিক দামে আসবে। এমনটা হলে, অ্যাপল দ্বিতীয়বার বেস বা রেগুলার আইফোন মডেল একই দামে বিক্রি করবে। তবে নতুন সিরিজে আইফোন ১৫ প্লাসের (iPhone 15 Plus) দাম হতে পারে ৮৯৯ ডলার বা ৮৯,৯০০ টাকা।

শুধু তাই নয়, আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং প্রো ম্যাক্স (Pro Max) মডেলগুলি আগের চেয়ে আরও ব্যয়বহুল হবে বলে অনুমান করা হচ্ছে। জল্পনা বলছে, আইফোন ১৫ প্রো-এর দাম গত বছরের ৯৯৯ ডলারের অঙ্ক থেকে বেড়ে ১,০৯৯ ডলার হতে পারে। এক্ষেত্রে সম্ভাব্যভাবে ভারতের এই মডেলের দাম ১০,০০০ টাকা বেড়ে প্রায় ১,৩৯,৯০০ টাকায় দাঁড়াবে – এমনটাই বলছেন একজন বিশ্লেষক। প্রসঙ্গত উল্লেখ্য, আগের বছর আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চের সময়েও প্রো মডেলের দাম বাড়ানো হয়েছিল।

যাইহোক, একইভাবে নতুন সিরিজের আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) এর পূর্বসূরীর ১,০৯৯ ডলার দামের তুলনায় ১,২৯৯ ডলারে আত্মপ্রকাশ করতে পারে। এর ফলে ভারতের বাজারে ২০,০০০ টাকা বেশি দামে মানে প্রায় ১,৫৯,৯০০ টাকায় এটি বিক্রি হবে। তবে যেহেতু এই দামের হিসেব অ্যাপল অফিসিয়ালি প্রকাশ করেনি, তাই এই তথ্যের ঠিক-ভুল বিচারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।