Vivo X80, Vivo X80 Pro, Vivo X80 Pro+ আসছে 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে

চীনা সংস্থা ভিভো তাদের নতুন Vivo X80 স্মার্টফোন সিরিজটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। চলতি মাসেই এক টিপস্টার ভিভোর এই আসন্ন লাইনআপের ডিভাইসগুলির বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছিলেন। জানা গিয়েছিল, Vivo X80 ফোনে দেওয়া হবে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং Vivo X80 Pro এবং Vivo X80 Pro+ মডেল দুটিতে থাকবে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে এখন এক পরিচিত টিপস্টার জানিয়েছেন, ভিভোর এই আসন্ন লাইনআপের প্রত্যেকটি ডিভাইসই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Vivo X80 সিরিজে পাওয়া যাবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo- তে তার পোস্টে উল্লেখ করেছেন, ভিভো বর্তমানে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির ওপর কাজ করলেও ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভিভোর আসন্ন ফ্ল্যাগশিপ-স্তরের স্মার্টফোন হিসেবে ভিভো এক্স৮০ সিরিজ এবং ভিভো নেক্স ৫ ফোনের বিষয়েই জানা গেছে৷ তাই আশা করা হচ্ছে যে, এই ডিভাইসগুলিতে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে৷

এছাড়া টিপস্টার আরও বলেছেন যে, ভিভোর সাব-ব্র্যান্ড আইকো (iQoo) চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে ভিভোর থেকে এখনো একধাপ এগিয়ে রয়েছে, কেননা তারা ইতিমধ্যেই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ iQoo 9 সিরিজটি উন্মোচন করেছে। এই বিষয়টি ভিভো ফ্যানদের অবাক করে যে, কেন চীনা ব্র্যান্ডটি ১০০ ওয়াট ফাস্ট-চার্জিং ডেভেলপ করছে, যেখানে তাদের সাব-ব্র্যান্ড তাদের লেটেস্ট স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করছে।

ভিভো এক্স৮০ প্রো প্লাস এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X80 Pro+ Expected Specifications)

ভিভো এক্স৮০ প্রো প্লাস ফোনে ৬.৭৮ ইঞ্চির কোয়াড এইচডি+ এলটিপিও AMOLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এরসাথে ফোনটি আসবে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ সহ।

ফটোগ্রাফির জন্য, Vivo X80 Pro ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৪৯ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ (Sony IMX598) সেন্সর, ২× অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং ৫× অপটিক্যাল জুম সহ আরেকটি ৫০ মেগাপিক্সেলের লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য,Vivo X80 Pro+ ফোনের সামনে ৫০ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকতে পারে।

সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৮০ ওয়াট ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।