Google Genesis: সঙ্কটে সাংবাদিকদের চাকরি, এবার মানুষের মতো খবর লিখবে গুগলের AI

এবার Google এমন একটি প্রযুক্তিগত হাতিয়ার আবিষ্কার করেছে যা সাংবাদিকদের চাকরি খেয়ে ফেলতে পারে! জেনে নিন পুরো গল্প।

সাম্প্রতিক বছরগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রের সাথে এমন ভাবে জড়িয়ে পড়েছে যে, এই সময়কে AI-এর যুগ বললে খুব একটা ভুল হবেনা। বলতে গেলে যন্ত্র এবং প্রযুক্তিকে এমনভাবে উন্নত করে তোলা হচ্ছে যা প্রতি মুহূর্তে টক্কর দেবে জলজ্যান্ত মানুষকেই। এমনকি আগামী দিনে AI-এর বাড়াবাড়ন্ত বহু মানুষের রুজিরুটি কেড়ে নিতে পারে – এই আশঙ্কার কথাও ইতিমধ্যেই সামনে এসেছে। তবে বেকারত্বের এই বাজারে এবার সাংবাদিকদের পেশায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড় প্রভাব ফেলতে চলেছে বলেছে মনে হচ্ছে। আসলে বিগত কয়েকদিনে আমাদের ভারত, প্রতিবেশী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় AI ভিত্তিক সংবাদ পরিবেশকের (News Anchor) জয়জয়কার শোনা গিয়েছে। এখন আবার Google, Genesis নামে নতুন একটি AI টুল বিকাশ করছে, যা কারেন্ট অ্যাফেয়ার্স ও দৈনিক খবর সংক্রান্ত বিষয়বস্তু পরিবেশন করার পাশাপাশি আর্টিকেল বা প্রতিবেদন লিখতেও সক্ষম। সেক্ষেত্রে Google Genesis একবার জনপ্রিয় হয়ে উঠলে সমস্ত কিছু মিলিয়ে সাংবাদিকদের চাকরি নিয়ে বিশাল টানাটানির সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

চমকের আরেক নাম Google Genesis

সুপরিচিত চ্যাটজিপিটি (ChatGPT)-র সাথে পাল্লা দিতে গুগল ইতিপূর্বে ‘বার্ড’ (Bard) নামে একটি এআই টুল বিকাশ করেছে। তবে নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, টেক জায়ান্ট সংস্থাটি এবার জেনেসিস নামের একটি এআই রোবট প্রস্তুত করছে যা প্রতিদিন দেশ দুনিয়ায় কী ঘটছে তা বিস্তারিতভাবে জানাবে। আর যেমনটা শুরুতেই বলেছি, এটি রিয়েল টাইম তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন খবর পরিবেশন করতে পারবে লিখিত আকারেও।

সেক্ষেত্রে গুগল তার এই ফসল মানে জেনেসিসকে বিভিন্ন নিউজ কর্পোরেশন সংস্থাগুলির কাছে সামনে রেখে দাবি করেছে – এটি স্বয়ংক্রিয়ভাবে সময় বাঁচাবে। তাছাড়া এই টুল, সাংবাদিকদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদমাধ্যমগুলিকে ক্ষতিকারক জেনারেটিভ এআইয়ের হাত থেকে দূরে থাকতেও সাহায্য করবে।

এই বিষয়ে সংস্থার মুখপাত্র জেন ক্রাইডার একটি বিবৃতিতে বলেছেন যে, গুগল জেনেসিস, সংবাদ প্রকাশকদের কাজের সাহায্য করার জন্য বিকশিত হচ্ছে। এই টুল সত্য সন্ধান, লেখার শৈলী উন্নত করা এবং বিকল্প সরবরাহের কাজে আসবে। সাংবাদিকদের প্রতিস্থাপনের কোনো উদ্দেশ্য এতে নিহিত নেই মানে এতে পেশাগত কোনো ঝুঁকি নেই বলেই তাঁর আশ্বাস। তবুও এই প্রযুক্তির অপব্যবহার করে বহু মানুষের চাকরি কেড়ে ফেলা হতে পারে কিংবা এর মাধ্যমে ভুয়ো খবর তৈরি করা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

আগে থেকেই প্রতিবেদন লেখে AI

প্রসঙ্গত উল্লেখ্য, গুগল জেনেসিস টুলের পরিণতি ভয়ানক হতে পারে বলে কেউ কেউ মনে করলেও, এর অনেকদিন আগে থেকেই এআইয়ের মাধ্যমে প্রতিবেদন লেখা বা কন্টেন্ট রাইটিংয়ের কাজ চলে আসছে। এই কাজের পরিসংখ্যান কম হলেও বিষয়টি একেবারে নতুন কিছু নয়!