শেষ ওভারে CSK-র বিরুদ্ধে নাটকীয় জয়, সবার আগে প্লে-অফে কোহলিদের RCB

আইপিএল ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) শেষ বলে দুই রানে পরাজিত হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুলতে সক্ষম হয়।

চেন্নাইয়ের হয়ে আয়ুষ মহাত্রে ৯৪ রান করেন এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন। জাডেজা অপরাজিত থাকেন ৭৭ রানে। এই জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যায়।

শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৫ রান

ব্যাঙ্গালোরের হয়ে বল হাতে আসেন ইয়শ দয়াল। ওভারের প্রথম দুই বলে এক রান করে নেন ধোনি ও জাডেজা। তৃতীয় বলেই ধোনি এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। এরপর শিভম দুবে নো বলে ছক্কা হাঁকান, কিন্তু ফ্রি হিটে কেবল এক রানই তুলতে পারেন। পরবর্তী দুই বলে এক রান করে নেন জাডেজা ও শিভম। শেষ বলে চেন্নাইয়ের জয়ের জন্য দরকার ছিল ৪ রান, কিন্তু শিভম কেবল এক রান নিতে সক্ষম হন।

এই জয়ের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে এবং তাদের প্লে-অফে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গেছে। বিপরীতে চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টের সবার নীচে অবস্থান করছে।