Realme GT 2 Pro: স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন ২০ ডিসেম্বর লঞ্চ হচ্ছে

২০ ডিসেম্বর রাত ন’টায় (জিএমটি) একটি বিশেষ ইভেন্টের আয়োজন করছে রিয়েলমি। সংস্থার পক্ষ থেকে শেয়ার করা পোস্টার অনুযায়ী, অনুষ্ঠানটি Realme GT 2 সিরিজ সম্পর্কিত। এই প্রসঙ্গে বলে রাখি, ডিসেম্বরের প্রথমেই রিয়েলমি জানিয়েছিল তারা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 প্রসেসর দিয়ে একটি হাই-এন্ড ফোন লঞ্চ করবে। অর্থাৎ ২০ ডিসেম্বর Realme GT 2 Pro ঘোষণা করা হবে বলে নিশ্চিত হওয়া যায়।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশনস (Realme GT 2 Pro Specifications)

Realme GT 2 Pro ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা কোয়াড এইচডি রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশনে আসতে পারে। ফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট।

রিয়েলমি জিটি ২ প্রো এর রিয়ার প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি টেলিফটো ক্যামেরা। রিয়েলমি জিটি ২ প্রো এর ব্যাটারি ক্যাপাসিটি অজানা৷ তবে এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, জল্পনা শোনা যাচ্ছে যে, রিয়েলমি জিটি ২ প্রো ফোনের দু’টি ভ্যারিয়েন্ট থাকবে। একটি হবে সাধারণ মডেল এবং অপরটি সংস্থার প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত মডেল। Realme GT 2 Pro-র একটি লাইভ ছবি সম্প্রতি সামনে এসেছিল। তাতে সেল্ফি ক্যামেরার জন্য ফোনের সামনে কোনও নচ বা কাটআউট লক্ষ্য করা যায়নি। এর ফলে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।