Truecaller এর মত অ্যাপ তৈরি করছে গুগল, নাম হবে Google Call

অপরিচিত নম্বর থেকে আসা কলের আইডেন্টিটি জানার জন্য Truecaller একটি নির্ভরযোগ্য অ্যাপ। তবে এই অ্যাপটির বিরুদ্ধে ডেটা চুরি সহ বিভিন্ন অভিযোগ বারবার সামনে এসেছে। আপনিও যদি ট্রুকলার ব্যবহার করতে দ্বিধা বোধ করেন তবে এবার আপনার জন্য নতুন বিকল্প নিয়ে আসছে Google। রিপোর্ট অনুযায়ী Google, ট্রুকলারের মত একটি অ্যাপ তৈরির জন্য মাঠে নেমেছে। অবশ্য এর জন্য নতুন কোন প্ল্যাটফর্ম নয়, গুগল তাদের ‘Google Phone’ অ্যাপকেই ঢেলে সাজাচ্ছে। এমনকি অ্যাপটির নাম বদলে ‘Google Call’ রাখা হবে বলে জানা গেছে। এই অ্যাপটি ইউজারদের স্প্যাম প্রোটেকশন এবং কলার আইডি দিয়ে সাহায্য করবে। চলুন এই অ্যাপ সম্বন্ধে আরও তথ্য জেনে নিই।

সম্প্রতি ইউটিউবের একটি বিজ্ঞাপন থেকে Google Call অ্যাপ সম্বন্ধে জানা গেছে। সংশ্লিষ্ট বিজ্ঞাপনে অ্যাপের লোগো এবং নামটি সামনে এসেছে। যার সাথে অনেকটাই মিল আছে Google Phone অ্যাপটির। বিজ্ঞাপনে বলা হয়েছে এই অ্যাপের সাহায্যে ইউজাররা আত্মবিশ্বাসের সঙ্গে কলে সাড়া দিতে পারবেন। তবে গুগলের এই অ্যাপটি এখনো অ্যাপ স্টোরে উপলব্ধ নয়। আশা করা যায় শীঘ্রই এটি সবার জন্য উপলব্ধ হবে।

Google Phone এর কথা বললে এটি পিক্সেল ছাড়াও অন্যান্য ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এতে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচারও যুক্ত হয়েছিল। এরমধ্যে একটি উল্লেখযোগ্য ফিচার হল কলারের নাম বলা (কলার আইডি অ্যা নাউন্সমেন্ট)অর্থাৎ আপনার কন্ট্যাক্টের কোন নম্বর থেকে ফোন এলে কে ফোন করছে সেটি পড়ে শোনাবে এই অ্যাপ। এছাড়াও কলার আইডি ঘোষণার ফিচারও যুক্ত হয়েছিল এই অ্যাপে। অর্থাৎ অচেনা নম্বরের ফোন এলে সেই নম্বরের কলার আইডি এবং নম্বরটি পড়ে শোনাবে এই অ্যাপটি।

Google Phone অ্যাপটি আগে শুধু পিক্সেল ইউজারদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু কিছুদিন আগেই গুগল অন্যান্য ইউজারদের জন্যও এই অ্যাপটি উপলব্ধ করেছে। তবে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজার এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড্রয়েড ৯.০ বা তার উপরের ভার্সনগুলিতে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়াও যে ডিভাইসগুলিতে এই অ্যাপটি প্রি-ইনস্টলড্ রয়েছে সে সমস্ত ডিভাইসেও এই অ্যাপ ব্যবহার করা যাবে। যদিও শীঘ্রই এই অ্যাপের নাম বদলের সাথে আমরা নতুন ফিচারও যুক্ত হতে দেখবো।