Motorola Edge 30 Pro চলতি মাসে OLED ডিসপ্লে ও Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ ভারতে আসছে

গত ডিসেম্বরে চীনের বাজারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে, Motorola Moto Edge X30- এর ওপর থেকে পর্দা সরানো হয়। এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কিছুদিন পর থেকেই জল্পনা শুরু হয়, Motorola Edge 30 Pro নামে একই স্পেসিফিকেশন সহ একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা যুক্ত ভ্যারিয়েন্ট শীঘ্রই বাজারে পা রাখবে। গত সপ্তাহে এক জনপ্রিয় টিপস্টার এই ফোনের রেন্ডারও শেয়ার করেন, যার থেকে এই হ্যান্ডসেটের ডিজাইন সম্পর্কে জানতে পারা যায়। আর এখন আবার একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, Motorola Edge 30 Pro মডেলটি চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে।

Motorola Edge 30 Pro ভারত গ্লোবাল মার্কেটে আসছে আগামী মাসেই

91mobiles-এর রিপোর্ট অনুযায়ী, বিশিষ্ট টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, সংস্থাটি তাদের আসন্ন মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনটি এবছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে টিপস্টার লঞ্চের জন্য কোনও নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি, কিন্তু জানিয়েছেন যে ভারত এবং বিশ্ব বাজারে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ হবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, এই মোটোরোলা ফোনটি একটি ভিন্ন নামে ভারতের বাজারে পা রাখতে পারে। যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তাই আশা করা যায়, শীঘ্রই মোটোরোলা মোটো এজ এক্স৩০ ফোনের রিব্র্যান্ডেড ভার্সনটির লঞ্চ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসবে।

মোটোরোলা এজ ৩০ প্রো- এর স্পেসিফিকেশন (Motorola Edge 30 Pro Expected Specifications)

যেহেতু আগেই জানা গেছে মোটোরোলা এজ ৩০ প্রো মডেলটি গতবছর ৯ ডিসেম্বর চীনে লঞ্চ হওয়া মোটো এজ এক্স৩০-এরই একটি রিব্যাজড ভার্সন, তাই আশা করা যায় স্পেসিফিকেশনের দিক থেকে আসন্ন ফোনটি চীনা ভ্যারিয়েন্টের মতই হবে। তবে পূর্বে প্রকাশিত রেন্ডার অনুযায়ী, মোটোরোলা এজ ৩০ প্রো হ্যান্ডসেটটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাক প্যানেলের নীচের বাঁদিকে ‘M’ ব্র্যান্ডিং সহ সামান্য পরিবর্তিত ব্যাক ডিজাইনের সাথে আসবে।

Moto Edge 30 Pro ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৫৭৬ হার্টজ হবে এবং স্ক্রিনটি ১০০ শতাংশ ডিসিআই (DCI P3) কালার গ্যামট এবং এইচডিআর ১০+ (HDR10+) অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Moto Edge 30 Pro ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এই ফোনে ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে।

পারফরম্যান্সের জন্য, Motorola Edge X30 ফোনটির মতোই, Moto Edge 30 Pro-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে এবং ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। এই মোটোরোলা ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউএক্স ৩.০ (MYUX 3.0) কাস্টম স্কিনে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।