Tesla Model 3 থেকে Nissan Leaf, বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এই পাঁচটি বৈদ্যুতিক গাড়ি

বিশ্বের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি একে একে নিজেদের জনপ্রিয় গাড়ির ইলেকট্রিক মডেল বাজারে নিয়ে আসছে। গ্রাহকদের মনপসন্দের তালিকায় জায়গা করে নিতে অটোমোবাইল সংস্থাগুলি প্রতিমুহূর্তে টক্কর দিচ্ছে একে অপরকে। অপরদিকে পরিবেশ নিয়ে সচেতন কিছু মানুষ ক্রমশই জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির থেকে মুখ ফিরিয়ে বৈদ্যুতিক গাড়ি কেনার বিষয়ে অধিক আগ্রহ দেখাচ্ছেন। তাই বিক্রির নিরিখে বিশ্ববাজারে এই মুহূর্তে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ি কয়েক পা এগিয়েই রয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে বিশ্বের সেরা ও দ্রুততম বিক্রিত গাড়িগুলির নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন সংস্থার কোন মডেলের গাড়ি এই তালিকায় জায়গা করে নিতে পেরেছে।

Tesla Model 3

সমগ্র বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জনপ্রিয় একটি সংস্থা হল টেসলা। ইতিমধ্যেই সংস্থাটির কয়েকটি মডেল দ্রুততম গাড়ির তকমা পেয়েছে। সেই তালিকায় প্রথমেই যার নাম তা হল টেসলা মডেল ৩ গাড়িটি। মার্কিন সংস্থাটি প্রতিবছর গড়ে এই গাড়িটির ২.১৫ লক্ষ ইউনিট বিক্রি করে। ভারতের বাজারেও এই গাড়িটি আনার কথা পরিকল্পনা করছে টেসলা।

Wuling Hong Guang Mini EV

আকারে ছোটখাটো ইলেকট্রিক গাড়িটির রেঞ্জ একক চার্জে ৩০০ কিমি। গাড়িটি চীনের বাজারে প্রতি ঘন্টায় ১৪ টি করে প্রতি বছর গড়ে ১,২৫,৯২৫ ইউনিট বিক্রি হয়। সম্প্রতি ৪ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক ছুঁয়েছে গাড়িটি।

Tesla Model Y

তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেসলার অপর একটি গাড়ি মডেল ওয়াই। এই গাড়িটি সংস্থার দ্বিতীয় সেরা গাড়ি। প্রতি ঘন্টায় ১১-র অধিক এই গাড়িটি বিক্রি হয়। প্রতি বছর গড়ে ১ লক্ষ হল গাড়িটির বিক্রয়ের সংখ্যা। তিনটি ভিন্ন মডেলে গাড়িটি বাজারের উপলব্ধ। এর স্ট্যান্ডার্ড মডেলটি একেক চার্জে ৪৫৫ কিমি রেঞ্জ দেয়।

Nissan Leaf

জাপানিজ সংস্থার এই গাড়িটি হল টেসলা মডেল ৩-এর মূল প্রতিদ্বন্দ্বী। যদিও টেসলার গাড়ির তুলনায় বিক্রি এবং জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে রয়েছে এটি। বিশ্বের পুরানো বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে এটি অন্যতম। প্রতি ঘন্টায় ১০ টি করে বছরে গড়ে ৮৫,৯৮৮ ইউনিট নিশান লিফ বিক্রি হয়। সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে এই গাড়িটি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

BAIC EU-Series

জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ির তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই চাইনিজ সংস্থার গাড়িটি। যদিও বৈদ্যুতিক গাড়ির বাজারে তেমন ভাবে সাড়া জাগাতে পারেনি BAIC। কিন্তু বিক্রির নিরিখে সেরা বৈদ্যুতিক গাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে এটি। প্রতি বছর গড়ে ইইউ-সিরিজ গাড়িটির ৬৫,৩৩৩ ইউনিট বিক্রি হয়।

উল্লেখ্য, বিশ্বের সেরা ইলেকট্রিক গাড়ির এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে Hyundai Kona। এটি হল সংস্থার প্রথম বৈদ্যুতিক এসইউভি গাড়ি। ভারতের বাজারেও উপলব্ধ এই গাড়িটি। প্রতি ঘন্টায় ৬টি করে বছরে গড়ে ৫২,১৮৪ ইউনিট বিক্রি হয় হুন্ডাই কোনা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন