নমুনা মডেল চূড়ান্ত, Bajaj ও Triumph-এর যৌথ উদ্যোগে তৈরি মোটরসাইকেল এই সময় বাজারে আসবে

মোটরসাইকেল তৈরির ক্ষেত্রে ভারতের বাজাজ অটো (Bajaj Auto) ও ব্রিটেনের ট্রায়াম্ফ (Triumph)-এর যৌথ উদ্যোগ গেম-চেঞ্জিং হবেই বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ (Rajiv Bajaj) বলেছিলেন, অস্ট্রিয়ার কেটিএম (KTM)-এর সঙ্গে হাত মিলিয়ে যে সাফল্য এসেছে, তা বিবেচনা করেই বাজাজকে সঙ্গী হিসেবে নির্বাচন করেছে ব্রিটেনের আইকনিক মোটরসাইকেল প্রস্তুতকারী ট্রায়াম্ফ।

উল্লেখ্য, বাজাজ এবং ট্রায়াম্ফ যৌথ ভাবে ২০২২-এর মধ্যে মিড-ক্যাপাসিটির কয়েকটি মোটরসাইকেল বাজারে আনার পরিকল্পনা করেছিল। কিন্তু, অতিমারির কারণে নতুন প্রজন্মের ট্রায়াম্ফ মোটরসাইকেল বিকাশের কাজ থমকে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে এখন উন্নয়নের কাজ হচ্ছে পুরোদমে। এমনকি, বিভিন্ন এন্ট্রি-লেভেল ট্রায়াম্ফ মোটরসাইকেলের প্রোটোটাইপ বা নমুনা মডেল দেখে সন্তুষ্টির কথা জানিয়েছেন সংস্থাটির হেড (ব্র্যান্ড ম্যানেজমেন্ট) মাইলস পারকিন্স (Miles Perkins)।

এক আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাজাজ কর্তৃক নির্মিত প্রথম ট্রায়াম্ফ মোটরসাইকেলের প্রোটোটাইপ মডেলগুলি ইতিমধ্যেই প্রস্তুত। আর সেটা নিজে চোখেই দেখে এসেছেন মাইলস পারকিন্স। যদিও ট্রায়াম্ফের জন্য বাজাজ ঠিক কি ধরনেই বাইক তৈরি করছে, তা বলতে গিয়ে এড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর কথায়, “এখনও ঠিক করা হয়নি যে, বাইকগুলির স্টাইলিং কেমন হবে বা কবে নাগাদ লঞ্চ করা হবে। তবে বলতে পারি এই প্রসঙ্গে বিভিন্ন তথ্য খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে।”

প্রসঙ্গত, গত জুলাইয়ে বাজাজ অটোর এগজিকিউটিভ ডিরেক্টর রাকেশ শর্মা (Rakeh Sharma) জানিয়েছিলেন, বাজাজ-ট্রায়াম্পের প্রথম মোটরসাইকেল ২০২৩ অর্থবর্ষের শেষে বাজারে আনা হবে। বাজাজের হাতে তৈরি ট্রায়াম্ফ কর্তৃক ডিজাইন করা সেই মোটরবাইকগুলি ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে বিক্রি করা হবে।

ট্রায়াম্ফ ব্র্যান্ডিংয়ের ওই মোটরসাইকেলগুলির ইঞ্জিন ক্যাপাসিটি থাকবে ২৫০ সিসি ও ৭০০ সিসি-র মধ্যে। এই রেঞ্জের সবচেয়ে সস্তা মোটরসাইকেলের দাম হবে ২ লক্ষ টাকার আশেপাশে। চাকানে বাজাজের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে বাইকগুলির উৎপাদন করা হবে।