সস্তায় মিলছে Motorola-র 50MP ক্যামেরার ফোন, Offer নাকি শীতের সব্জি বাজার ধরতে পারবেননা!

এখন প্রায় প্রতিদিনই বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে, যে কারণে হাজারো বিকল্পের মধ্যে থেকে নিজের জন্য সঠিক মডেলটি বেছে নিতে গিয়ে বিভ্রান্তিতে পড়ছেন অনেকেই। তাছাড়া ভালো ফোন কেনার বাজেট সম্পর্কেও ধন্দের শেষ নেই! তবে আপনি যদি এই মুহূর্তে মিড-রেঞ্জ সেগমেন্টে একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Flipkart-এর দু-দুটি দুর্দান্ত ফ্রিডম ডিল আপনার দারুণ কাজে আসবে। আসলে এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি Vivo T2 Pro 5G এবং Motorola Edge 40 Neo ফোনদুটি ব্যাপক সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে আপনি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারবেন, আর বদলে পাবেন একগুচ্ছ কাজের ফিচার।

এক নজরে দেখে নিন Flipkart-এর দুটি লোভনীয় অফার

  • Motorola Edge 40 Neo: এই স্মার্টফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২৭,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্টে এখন এটি ডিসকাউন্টে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ১০% অতিরিক্ত ছাড় পেতে পারেন, সাথে থাকবে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও (শর্তাবলি প্রযোজ্য)। কিছু সিলেক্টেড মডেলে হাজার টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে।

ফিচার বলতে এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মিলবে, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন।

  • Vivo T2 Pro 5G: এই ফোনটি এখন অনলাইন প্ল্যাটফর্মটিতে ২৩,৯৯৯ টাকায় মিলতে পারে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারের সাহায্যে আপনি এর দাম আরও ২,০০০ টাকা কমাতে পারেন, যেখানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করলে ৫% ক্যাশব্যাকও পাবেন। এছাড়া ১৭,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার তো থাকছেই।

এতে ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।