রূপে-গুণে সোনা! OnePlus-এর গোল্ডেন স্মার্টফোন 4 জানুয়ারি লঞ্চ হতে চলেছে

২০২৪ সালের শুরুতেই ওয়ানপ্লাস তাদের আসন্ন Ace সিরিজের স্মার্টফোন, OnePlus Ace 3-এর ওপর থেকে পর্দা সরাবে। ব্র্যান্ডের তরফে ঘোষণা করা হয়েছে যে, চীনে আগামী ৪ জানুয়ারি, দুপুর ২:৩০ টায় (স্থানীয় সময়) ফোনটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কোম্পানি OnePlus Ace 3-এর ডিজাইন ও কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ্যে এনেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই এখন ডিভাইসটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়ে বেশ কিছু বৈশিষ্ট্য নিশ্চিত করেছে।

OnePlus Ace 3-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

ন্যাশভিলচ্যাটারক্লাস-এর রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস এস ৩ ফোনটি PJE110 মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি ইঙ্গিত করেছে যে, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে। এছাড়া, ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে বলে উল্লেখ করা হয়েছে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস ৩ গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,৫৫৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৫,০৪৪ পয়েন্ট স্কোর করেছে।

প্রসঙ্গত, কোম্পানি দ্বারা প্রকাশিত টিজার থেকে জানা গেছে যে চীনা বাজারে ওয়ানপ্লাস এস ৩ তিনটি কালার অপশনে লঞ্চ হবে – স্টার ব্ল্যাক, মুন সি ব্লু এবং স্যান্ড গোল্ড। ওয়ানপ্লাস সম্প্রতি জানিয়েছে যে, ওয়ানপ্লাস ১২আর নামে এই ফোনটি আগামী ২৩ জানুয়ারি ভারত সহ বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। তবে, গ্লোবাল মার্কেটে ১২আর শুধুমাত্র ব্ল্যাক এবং ব্লু ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অর্থাৎ স্যান্ড গোল্ড অপশনটি শুধু কোম্পানির হোম মার্কেটেই সীমাবদ্ধ থাকবে।

OnePlus Ace 3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

OnePlus Ace 3 ফোনটি ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেলের সাথে আসবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকবে। এই ওয়ানপ্লাস ফোনটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ অপশনে আসবে বলে আশা করা হচ্ছে। Ace 3 অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস ১৪ (ColorOS 14) সফ্টওয়্যার স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 3-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, OnePlus Ace 3 বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আইআর (IR) ব্লাস্টার এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।