দেখতে যেন অ্যাপল ওয়াচ, সস্তায় বাজারে হাজির Fire Boltt Supernova স্মার্টওয়াচ

চলতি সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করেছে Fire Boltt সংস্থার একগুচ্ছ নতুন প্রোডাক্ট। এখন এই হোম গ্রাউন্ড ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো Apple Watch Ultra এর মত দেখতে নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Fire Boltt Supernova। ঘড়িটির বৈশিষ্ট্য বলতে গেলে , এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাথে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া স্মার্টওয়াচটিতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সংস্থাটি গত মাসেই লঞ্চ করেছে Fire Boltt Gladiator নামে একটি স্মার্টওয়াচ। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire Boltt Supernova স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire Boltt Supernova স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire Boltt Supernova স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়িটি। উল্লেখ্য, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, লাইট গোল্ড এবং গোল্ড ব্ল্যাক এই কালার অপশনগুলির মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।

Fire Boltt Supernova স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফায়ারবোল্ট সুপারনোভা স্মার্টওয়াচটি মেটালিক ইউনিবডি সহ বর্গাকার ডায়ালের সাথে এসেছে এবং এতে রয়েছে একটি ফাংশনাল রোটেটিং ক্রাউন। তাছাড়া এর ডানধারে একটি ফিজিক্যাল বাটন উপস্থিত। এমনকি স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যার রেজোলিউশন ৩৬৮x৪৪৮ পিক্সেল এবং ঘড়িটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। এছাড়াও ঘড়িটিতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে মোড, আটটি ইউআই স্টাইল এবং কাস্টমাইজেবল ওয়াচফেস।

অন্যদিকে ঘড়িটির ফিটনেস ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, স্লিপ মনিটর, হাইড্রেশন রিমাইন্ডার অ্যালার্ট ইত্যাদি। সঙ্গে ওয়্যারেবলটিতে ১২৩টি স্পোর্টস মোড সাপোর্ট করবে।

তবে Fire Boltt Supernova স্মার্টওয়াচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ব্লুটুথ কলিং ফিচার। তাই হাতের ঘড়ি থেকে কল করা ও ধরার জন্য এতে থাকছে বিল্ট ইন মাইক এবং স্পিকার। সঙ্গে রয়েছে কল হিস্ট্রি, কুইক ডায়াল প্যাড এবং সিঙ্ক কন্ট্যাক্ট অপশন। শুধু তাই নয়, ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এছাড়া ঘড়িটির অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল নোটিফিকেশন ডিসপ্লে, ওয়েদার আপডেট, ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল ইত্যাদি। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম।