RTO Registration: নভেম্বরে দেশে সবচেয়ে বেশি বাইক ও স্কুটার বিক্রি হল এই দুই শহরে

পুণে এবং পিম্পরি চিঞ্চওয়াড়ে রেকর্ড সংখ্যা দু’চাকার গাড়ি বিক্রির খবর সামনে এসেছে। মহারাষ্ট্রের এই দুই জায়গায় আরটিও (regional transport office বা RTO) গত মাসে (নভেম্বর) সর্বাধিক টু-হুইলার নিবন্ধীকরণের কথা জানিয়েছে। গত মাসে পুনে আরটিও অফিস মোট ১২,৭৫১টি মোটরসাইকেল এবং স্কুটারের নিবন্ধীকরণ করেছে, অন্যান্য মাসের তুলনায় যা ১৪% বেশি। যেখানে পিম্পরি চিঞ্চওয়াড় আরটিও অফিস নিবন্ধিত করেছে ৮,৫৬৩ ইউনিট টু-হুইলার।

এর ফলে অক্টোবরের তুলনায় নভেম্বরে পিম্পরি চিঞ্চওয়াড়ে ৪৫% বেশি টু-হুইলারের নিবন্ধিত হয়েছে। জানুয়ারি ২০২১ এর তুলনায় পুণে এবং পিম্পরি চিঞ্চওয়াড় আরটিও অফিসে যথাক্রমে ১৪% ও ২১% বেশি ভেহিকেল রেজিস্ট্রেশন হয়েছে।

এই প্রসঙ্গে পুণের আরটিও-র এক কর্মকর্তা বলেছেন, “অক্টোবর থেকেই নিবন্ধীকরণের বৃদ্ধি শুরু হয়েছিল, কারণ, সে সময় কিছু ক্ষেত্রে নিয়ম-কানুন (লকাডাউনের) শিথিল করা হয়েছিল। যার জন্য সাধারণ মানুষ টু-হুইলার কিনতে অধিক উৎসাহিত হয়েছে।” তিনি আরও বলেন, নভেম্বরে রেজিস্ট্রেশনের সংখ্যা বৃদ্ধি অবশ্যই একটি উৎসাহজনক লক্ষণ। তবে অতিমারির পর এ জায়গায় আসতে অনেকটা সময় লেগেছে। তাঁর কথায়, “প্রাক-অতিমারি পর্বের তুলনায় ২০২০ ও ২০২১-এর বিক্রি এখনও হতাশাজনক।”

অন্য দিকে বিভিন্ন সংস্থার ডিলারগুলি জানিয়েছে, প্যান্ডেমিকের অনেক অফিস শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। যে কারণে টু-হুইলারের চাহিদাও বেড়েছে। কারণ বেশিরভাগ ক্রেতাই হল এই শ্রেণীর অন্তর্গত। এ প্রসঙ্গে গাড়ির ডিলারদের সংগঠন ফাডা (FADA)-র চেয়ারপার্সন অমর জে শেঠ (Amar J Sheth) জানিয়েছেন, “এইসব ক্রেতাদের জন্য টু-হুইলার হচ্ছে প্রত্যহ যাতায়াতের একটি আদর্শ মাধ্যম। ডিলারগুলি ইলেকট্রিক টু-হুইলারের চাহিদার কথাও জানিয়েছে। ডিসেম্বরে কম বিক্রি হবে বলে অনুমান করছে ডিলারগুলি। কারণ ক্রেতারা ২০২২-এর রেজিস্ট্রেশনের আওতাধীন হওয়ার জন্য জানুয়ারিতে কিনতেই অধিক আগ্রহী।”