Xiaomi 11i hypercharge নজরকাড়া দুটি রঙে ভারতে আসছে, ১৫ মিনিটে হবে ফুল চার্জ

৬ই জানুয়ারি ভারতে আসছে Xiaomi 11i HyperCharge। ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এই সাইটগুলি থেকে ইতিমধ্যেই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন লঞ্চের আগে ফোনটির কালার অপশন টিজ করা হল। উল্লেখ্য, Xiaomi 11i HyperCharge ফোনটি চীনে লঞ্চ হ‌ওয়া Redmi Note 11 Pro+ এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে। সেক্ষেত্রে এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মত ফিচার থাকবে।

Xiaomi 11i HyperCharge-এর কালার অপশন টিজ করা হ

সাম্প্রতিক কয়েকটি টুইটের মাধ্যমে শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন, শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের কালার অপশনগুলিকে সামনে এনেছেন৷ জানা গেছে, আসন্ন স্মার্টফোনটি প্যাসিফিক পার্ল এবং স্টিলথ ব্ল্যাক – দুটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। মনুর টুইটে ফোনটিকে গ্রেডিয়েন্ট মেটালিক ফিনিশসহ দেখা গেছে, যেখানে এর কালারওয়ে বিশেষ মাইক্রোসাইটে তালিকাভুক্ত হয়েছে।

https://twitter.com/manukumarjain/status/1475061110612979716

এদিকে উল্লেখিত মাইক্রোসাইটে থাকা ছবিগুলিতে আসন্ন ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনও প্রদর্শিত হয়েছে। আর ওই ছবি দেখে শাওমি ১১আই হাইপারচার্জকে প্রকৃতপক্ষেই রেডমি নোট ১১ প্রো প্লাস মডেলের অনুরূপ বলে মনে হচ্ছে। আশা করা যাচ্ছে লঞ্চের আগেই এই ফোন সম্পর্কে আরো তথ্য ফাঁস হবে।

Xiaomi 11i HyperCharge-এর স্পেসিফিকেশন

সংস্থার মাইক্রোসাইট এবং পূর্ববর্তী রিপোর্টের ভিত্তিতে বলা যায়, আসন্ন শাওমি ১১আই হাইপারচার্জে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে সহ আসবে, যা ১,২০০ নিটস ব্রাইটনেস অফার করবে। এছাড়া এই ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। তবে এর মূল আকর্ষণ হবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি যা প্রায় ১৫ মিনিটের মধ্যে ফোনটিকে সম্পূর্ণরূপে চার্জ করে তুলবে।Xiaomi 11i HyperCharge ছাড়াও এই সিরিজে অধীনে Xiaomi 11i ফোনটিও ওইদিন ভারতে লঞ্চ হবে।