Vivo V23e ফোনে থাকবে 5OMP সেলফি ক্যামেরা, লঞ্চের আগে ফাঁস হল দামও

গত সেপ্টেম্বরে জানা গিয়েছিলো Vivo তাদের V সিরিজের একটি নতুন ফোনের উপর কাজ শুরু করেছে, যার নাম Vivo V23e। ইতিমধ্যেই ফোনটি Bluetooth SIG এর ছাড়পত্র লাভ করেছে। জানা গেছে এই ফোনের মডেল নম্বর V2116 এবং এতে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি থাকবে। এখন ভিয়েতনামের জনপ্রিয় এক টিপ্সটার ফোনটির স্পেসিফিকেশন ও দাম ফাঁস করেছেন। পাশাপাশি তিনি ফোনের হ্যান্ডস অন ইমেজ ও শেয়ার করেছেন, যেখান থেকে Vivo V23e ফোনের ডিজাইন আমরা জানতে পেরেছি।

Vivo V23e ফোনের স্পেসিফিকেশন ও দাম সামনে এল

টিপস্টার @Chunvn8888 দাবি করেছেন, আসন্ন ভিভো ভি২৩ই ফোনে প্লাস্টিক ফ্রেম থাকবে এবং গ্লাস পাওয়া যাবে ব্যাক প্যানেলে। আবার এই ফোনের ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ভিভো ভি২৩ই অ্যান্ড্রয়েড ১২ বেসড ফানটাচ ১২ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Vivo V23e ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হবে ৪,০৩০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি হেডফোন জ্যাক ছাড়াই আসবে। টিপস্টার অনুমান করছেন, Vivo V23e এর দাম রাখা হবে ১ মিলিয়ন ভিয়েতনামিজ ডং এর আশেপাশে, যা প্রায় ৩২,৭০০ টাকার সমান।