iQOO Z3 5G: গেম খেললেও গরম হবে না, ৩ হাজার টাকা ছাড়ে কিনুন এই দুর্দান্ত স্মার্টফোন

বছর শেষ হতেই চলল। নতুন বছর শুরু হওয়ার ঠিক আগে সস্তায় পকেটে ভরুন নতুন ফোন। আজ্ঞে হ্যাঁ! আপনার জন্য এমনই সুযোগ তৈরি করে দিয়েছে Amazon। ই-কমার্স সাইটটিতে বিভিন্ন নামী দামী কোম্পানির ফোনের ওপর দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। আবার সাথে নানাবিধ ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফারও সামিল রয়েছে। অফারে, আইকো কোম্পানির অন্যতম সস্তা ৫জি ফোন, iQOO Z3 5G সেটটি পাওয়া যাচ্ছে ৩,০০০ টাকার কুপন ডিসকাউন্ট সহ। এই সুযোগ মুঠোবন্দি করতে চাইলে চটপট ঘুরে আসুন Amazon-এর সাইট থেকে। তবে তার আগে ফোনটির দাম, অফার ও অন্যান্য স্পেসিফিকেশন গুলি সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক।

iQOO Z3 5G দাম ও সেল অফার

আইকো জেড৩ ৫জি স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতে লঞ্চ হয়েছে। যার মধ্যে, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ১৯,৯৯০ টাকা, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯০ টাকা এবং সবশেষে, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯০ টাকা।

তবে মুহুর্তে অ্যামাজনে ফোনটির তিনটি ভ্যারিয়েন্টের ওপরই মিলবে ৩,০০০ টাকার ডিসকাউন্ট কুপন। সাথে রয়েছে ৯ মাসের নো কস্ট ইএমআই এর সুবিধাও। এছাড়া, সিটি ইউনিয়ন ব্যাংকের ডেবিট কার্ড এবং অ্যাক্সিস মাইলস এন্ড মোর ক্রেডিট কার্ড ব্যবহারে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আবার, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দ্বারা পেমেন্ট করলে পাওয়া যেতে পারে ৫% অতিরিক্ত ডিসকাউন্ট। শুধু তাই নয়, রয়েছে আরও চমকপ্রদ অফার। নতুন আইকো জেড৩ ফোনটি কেনার সময় পুরোনো ফোন বদল করলে, ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে।

iQOO Z3 5G স্পেসিফিকেশন

আইকো জেড৩ ৫জি স্মার্টফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ স্টাইলের ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যা ২৪০৮x১০৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট, ৯০.৬১ % স্ক্রিন টু বডি রেশিও এবং ৪০১ পিপিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আবার উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/ ১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২৮ অ্যাপারচার বিশিষ্ট ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচারের একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ দ্বারা চালিত আইকোর বাজেট স্মার্টফোন, iQOO Z3 5G এসেছে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ, যা ৫৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। এছাড়া ডিভাইসটিকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার হাত থেকে আটকানোর জন্য ফাইভ লেয়ারের লিকুইড কুলিং সিস্টেমও বর্তমান।