সুপারহিরোদের থেকে অনুপ্রেরণা, নজরকাড়া থিমের Thor Edition মোটরসাইকেল লঞ্চ করল Yamaha

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছবিগুলো আট থেকে আশি সবার মন জয় করে নিয়েছে। সুপারহিরোদের স্টিকার থেকে আরম্ভ করে নানা মার্চেন্ডাইজের চাহিদাও বিপুল এখন। পৌরাণিক চরিত্র থর মার্ভেল কমিক্স এবং ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার তার থেকে অনুপ্রেরণা নিয়ে লিমিটেড এডিশন বাইক লঞ্চ করল ইয়ামাহা। যার নাম রাখা হয়েছে FZ25 Thor Edition। স্পেশ্যাল এডিশন বাইকটি ব্রাজিলের মার্কেটে নিয়ে এসেছে ইয়ামাহা।

সেখানে Marvel থিমের উপর ষষ্ঠ সংস্করণ এটি। ইতিপূর্বে বিভিন্ন সুপারহিরোদের নামাঙ্কিত সংস্করণ ব্রাজিলের লঞ্চ করেছে ইয়ামাহা। যেমন XTZ 250 Lander Captain America, FZ25 Black Panther ও  Captain Marvel, MT-03 Iron Man এবং NMax 160 Spider Man। নতুন Yamaha FZ25 Thor এর মাত্র ১০০০ ইউনিট বাজারে ছাড়া হবে। দাম রাখা হয়েছে ২১,৯৯০ ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৩.৪ লাখ টাকা)। উল্লেখ্য, নতুন থিম ও গ্রাফিক্স ছাড়া মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে অপরিবর্তিত।

Yamaha FZ25 Thor Edition ডিজাইন

ইয়ামাহা এফজি২৫ থর এডিশনে সিনেমায় দেখানো থরের বর্মের অনুকরণে গ্রাফিক্স হয়েছে। হেডলাইট ফেয়ারিংয়ের উপপরে Asgardian King এর স্বাক্ষর খোদাই করা রয়েছে। সিটের কাছে দু’পাশে ইয়ামাহা ও মার্ভেলের লোগো লাগানো। তাছাড়াও সামনের ফেন্ডারের উপর থরের আইকনিক হাতুড়ি, Mjonir এর প্রতিচ্ছবি আঁকা হয়েছে। আবার চাকার রিমের উপর নীল রঙের স্ট্রিপ দেওয়া।

Yamaha FZ25 Thor Edition ইঞ্জিন ও গিয়ার বক্স

সাধারণ মডেলের মতোই ইয়ামাহা এফজি২৫ থর এডিশনকে চলার শক্তি যোগাতে ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ ৮,০০০ আরপিএম গতিতে ২১.৫ হর্সপাওয়ার এবং ৬৫০০ আর পিএমে ২১ এনএম টর্ক উৎপাদন করতে পারে। ইঞ্জিনে দৃঢ়তা প্রদান করতে সিলিন্ডারে সিরামিকের আস্তরণ ও অ্যালুমিনিয়ামের পিস্টন ব্যবহার করা হয়েছে। সাথে পাঁচ স্পিড ট্রান্সমিশন বর্তমান।

Yamaha FZ25 Thor Edition ফিচার্স

ইয়ামাহা এফজি২৫ থর এডিশনে সেফটি ফিচার্স হিসাবে উভয় চাকাতেই অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। উপরন্তু এতে রয়েছে Blueflex ইঞ্জিন, যা ইথানল কিংবা গ্যাসোলিন মিশ্রিত জ্বালানিতে সহজেই চলতে সক্ষম। ফলে জ্বালানি খরচ কম। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে এলইডি হেড লাইট ও ফ্ল্যাশ লাইট ও টেকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার ও ফুয়েল লেভেল ইন্ডিকেটর সহ ডিজিটাল এলসিডি প্যানেল উল্লেখযোগ্য।