SRH vs CSK: ধোনির মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপজয়ী অধিনায়ক, কেমন হবে দুই দলের একাদশ? জানুন

একদিকে ৪ পয়েন্টের সাথে আইপিএল ২০২৪ এর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে ২ পয়েন্টের সাথে সপ্তম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

আজ হায়দ্রাবাদে এক ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। আজ আইপিএল ২০২৪ এর (IPL 2024) ১৮ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস (Sunrisers Hyderabad vs Chennai Super Kings)। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ টায়। একদিকে ৪ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে চেন্নাই, অন্যদিকে ২ পয়েন্টের সাথে সপ্তম স্থানে হায়দ্রাবাদ।

আবহাওয়া রিপোর্ট (Weather Report):

আজ হায়দ্রাবাদে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। Accuweather এর মতে আজ হায়দ্রাবাদের তাপমাত্রা থাকতে চলেছে ৩০-৩৩ ডিগ্রি সেলসিয়াস। এর মানে আজ সন্ধ্যায় প্রচন্ড গরম থাকতে চলেছে হায়দ্রাবাদে। এছাড়া আর্দ্রতার পরিমাণ থাকবে ৪০ শতাংশ এবং ১৫ কিমি প্রতিঘন্টা বেগে বাতাস বইবে।

পিচ রিপোর্ট (Pitch Report):

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বরাবর ব্যাটিং সুলভ। কিন্তু আজ হায়দ্রাবাদ বনাম চেন্নাই ম্যাচটি একটি নতুন পিচে খেলা হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেটোরি বিষয়টি নিশ্চিত করেছেন। এই পিচে গতম্যাচের মতো ওইরকম হাইস্কোরিং ম্যাচ হবে না। আজকের পিচটি লাল মাটির হওয়ায় ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও সুবিধা করে দেবে। এই পিচে যে দল টসে জিতবে, সেই দল বোলিং করতে চাইবে।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ (Probable XI Of SRH):

ট্রাভিস হেড, মায়াঙ্ক আগারওয়াল, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ (ইম্প্যাক্ট), প্যাট কামিন্স (অধিনায়ক), মায়াঙ্ক মারকান্ডে, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকট (ইম্প্যাক্ট)।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (Probable XI Of CSK):

রুতুরাজ গায়কওয়াড (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, শিবম দুবে (ইম্প্যাক্ট), রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, এমএস ধোনি (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মথিসা পথিরানা (ইম্প্যাক্ট)।