Vivo Y73 (2021) ট্রিপল ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ ভারতে আসছে, জানুন সম্পূর্ণ ফিচার

গতমাসে জানা গিয়েছিল Vivo, তাদের Y সিরিজের বেশ কয়েকটি ফোনের ওপর কাজ করছে, যেগুলি হল Vivo Y53, Vivo Y53s ও Vivo Y73 (2021)। এরমধ্যে Vivo Y73 (2021) ফোনটি এবার ভারতে আসছে। চলতি মাসে এই ফোনটি ভারতে পা রাখবে বলে টিপস্টার Yogesh জানিয়েছেন। পাশাপাশি তিনি এই ফোনের প্রায় সমস্ত ফিচার ফাঁস করেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে Vivo Y73 (2021) কে Google Play Console-এ দেখা গিয়েছিল।

Vivo Y73 (2021) এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার জানিয়েছেন, Vivo Y73 (2021) ফোনটি 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস (2400×1080 পিক্সেল) AMOLED ডিসপ্লে সহ আসবে। এর পিক্সেল ডেন্সিটি 408PPI। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। এতে অক্টা কোর MediaTek Helio G95 প্রসেসর ব্যবহার করা হবে, সাথে থাকবে Mali-G76 জিপিইউ। ফোনটি 8GB র‌্যাম ও 128 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে 3GB এক্সটেন্ডেড র‌্যাম মিলবে। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y73 (2021) ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হবে f/1.7 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেল। এছাড়া অন্য দুটি ক্যামেরা হবে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদের অ্যাপারচার থাকবে f/2.4। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে f/2.0 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y73 (2021) ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,000mAh ব্যাটারি থাকবে। ফোনটি Android 11 বেসড FuntouchOS 11 কাস্টম ওএস-এ চলবে। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে 4G, ডুয়েল সিম, WiFi, এবং Bluetooth 5.0।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন