Honda Electric Bike: চব্বিশেই বড় ধামাকা! ভারতে আসছে হোন্ডার প্রথম ইলেকট্রিক বাইক

ভারতের সম্ভাবনাময় বাজারকে লক্ষ্য করে ইলেকট্রিক টু হুইলারের ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হয়েছে দেশী-বিদেশি বিভিন্ন সংস্থা। যে পথে এবার নিজেদের যাত্রা শুরু হতে চলেছে বলে নিশ্চিত করল হোন্ডা গ্লোবাল (Honda Global)। পরের বছর ভারতে ১১০ থেকে ১২৫ সিসির মতো ক্ষমতার কমিউটার ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করা হবে বলে জানিয়েছে কোম্পানি। এটি হোন্ডার বৈদ্যুতায়ন উদ্যোগের অংশবিশেষ। এর জন্য ২০৩০-এর মধ্যে ৩৪০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে হোন্ডা। পাশাপাশি ওই একই সময়ের মধ্যে সংস্থাটি আন্তর্জাতিক বাজারে ৪০ লাখ ইলেকট্রিক মোটরবাইক বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে।

Honda আনছে ইলেকট্রিক মোটরসাইকেল

ইলেকট্রিক মোটরসাইকেলটি হোন্ডার ভারতের কারখানাতে তৈরি হবে। এতে সোয়াপেবল ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এদেশের পর জাপান এবং ইউরোপ সহ আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতেও হাজির করা হবে মডেলটি। এ বছরের শুরুতেই হোন্ডা জানিয়েছিল তারা এদেশে ১১০-১২৫ সিসি ক্ষমতার ইলেকট্রিক টু হুইলার লঞ্চ করবে। যার মধ্যে একটি মডেলে ফিক্সড ব্যাটারি দেওয়া হতে পারে।

এই প্রসঙ্গে হোন্ডা মোটর কোম্পানির হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড পাওয়ার প্রোডাক্টস ইলেকট্রিফিকেশন বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের কার্যনির্বাহী আধিকারিক ডাইকি মিহারা বলেন, “পরের বছর অর্থাৎ ২০২৪-এ আমরা সোয়াপেবেল ব্যাটারি সহ একটি ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করব। এই যাত্রা ভারত থেকে আরম্ভ হবে। পরবর্তীতে জাপান, ইউরোপ ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে আনা হবে।”

ভারতে হোন্ডার বৈদ্যুতিক মোটরসাইকেলের পথে যাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। সংস্থার বিদ্যমান কারখানাতেই তৈরি হবে এই পরিবেশ সহায়ক মডেলগুলি। তবে ২০২৭-এ হোন্ডার ইলেকট্রিক টু হুইলার তৈরির জন্য আলাদা কারখানা গড়ার কথা জানা গেছে। দাম কম রাখতে সেখানে টু হুইলারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি হবে। প্রতি বছর প্রায় ১০ লাখ ই-মডেল নির্মিত হবে নতুন প্ল্যান্টে। প্রতিটি প্ল্যান্টে প্রায় ৫০ বিলিয়ন ইয়েন লগ্নির প্রয়োজন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২,৮০০ কোটি টাকা।

২০৩০-এর মধ্যে হোন্ডা ৪০ লাখ ই-মোটরসাইকেল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আবার তাদের ৬০০-৭০০ সিসির সমক্ষমতার ই-বাইক তৈরির পরিকল্পনার কথাও জানা গেছে। চলতি দশকের মধ্যেই হোন্ডা ৩০টি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের রূপরেখা সাজিয়েছে। এগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি সহ অ্যাডভান্স কানেক্টিভিটি, ওটিএ আপডেট সমেত বিভিন্ন লেটেস্ট প্রযুক্তি অফার করা হবে।