68W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে বাজারে আসছে Motorola-র নতুন স্মার্টফোন

মোটোরোলা (Motorola) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Edge সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেনোভো (Lenovo)-অধীনস্থ ব্র্যান্ডটি তাদের এই জনপ্রিয় লাইনআপের অধীনে মূলত ফ্ল্যাগশিপ গ্রেডের ডিভাইসগুলি লঞ্চ করে থাকে। সম্প্রতি আসন্ন Moto Edge 40 Pro হ্যান্ডসেটটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে। জানা গেছে এই ফোনটির মডেল নম্বর XT2301 এবং এটি শীঘ্রই বিশ্ব বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। আর এখন Moto Edge 40 সিরিজের সম্ভাব্য স্ট্যান্ডার্ড মডেলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে এবং এর তালিকাটি ডিভাইসটির ফাস্ট চার্জিং ক্ষমতা প্রকাশ করেছে। আসুন তাহলে এফসিসি লিস্টিং থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Motorola Edge 40 পেল FCC-এর অনুমোদন

XT2309-3 মডেল নম্বর সহ একটি নতুন মোটোরোলা ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) দ্বারা প্রত্যয়িত হয়েছে৷ সম্প্রতি জানা গেছে আপকামিং ফ্ল্যাগশিপ মোটো এজ ৪০ প্রো ফোনটি XT2301 মডেল নম্বরটি বহন করে। সুতরাং, এখন এফসিসি ডেটাবেসে তালিকাভুক্ত মডেলটি মোটোরোলা এজ ৪০ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এফসিসি তালিকাটি প্রকাশ করেছে যে, Motorola XT2309-3 হল একটি ৫জি-রেডি ফোন যা ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ এবং এনএফসি-এর মতো সংযোগ বৈশিষ্ট্যগুলিকে সাপোর্ট করবে৷ এটিতে ব্যবহৃত ব্যাটারিটির মডেল নম্বর PB50 বলে জানা গেছে। এছাড়াও তালিকায় উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং একটি ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড দ্বারা সজ্জিত হবে।

জানিয়ে রাখি, গতবছর ডিসেম্বরে, XT2309-1 মডেল নম্বর সহ ওই মোটোরলা ফোনের চীনা ভ্যারিয়েন্টটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করেছিল। ৩সি তালিকাটিও প্রকাশ করে যে, এটি একটি ৬৮ ওয়াট চার্জারের সাথে বাজারে আসবে। যদিও, ডিভাইসটি এখনও চীনের বাজারে লঞ্চ হয়নি।

আবার, ২০২২ সালের অক্টোবরে, নির্ভরযোগ্য টিপস্টার ইভান ব্লাস প্রকাশ করেছিলেন যে, “ব্রঙ্কো” (Bronco) কোডনেমযুক্ত একটি ডিভাইস XT-2309 মডেল নম্বর বহন করে। এর সাথেই টিপস্টার দাবি করেছেন যে, এটি একটি মোটোরোলা ডিভাইস হিসাবে লঞ্চ হবে।

টিপস্টার দাবি করেছিলেন যে ব্রঙ্কো মডেলটি ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট, ৮ জিবি / ১২ জিবি র্যাম, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড/ ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট অফার করবে।

স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই Motorola ThinkPhone-এ উপলব্ধ। অতএব, মনে করা হচ্ছে যে, এফসিসি-তে স্পট করা XT2301 মডেলটি ThinkPhone-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এটি আরও নির্দেশ করে যে, ফোনটি বাজারে Motorola Edge 40 হিসাবে আত্মপ্রকাশ করবে।