জল্পনার অবসান, Realme GT Explorer Master Edition আসছে Snapdragon 870 প্রসেসর ও পাঞ্চ হোল ডিসপ্লে সহ

চীনের বাজারে Realme GT Master Edition স্মার্টফোন আগামী ২১ জুলাই আত্মপ্রকাশ করছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ওই দিন Realme GT Master Edition-এর সঙ্গে Realme GT Explorer Master Edition লঞ্চ করতে পারে। Realme GT Explorer Master Edition স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকবে বলে জল্পনা চলছিল। আজ, রিয়েলমির পক্ষ থেকে টিজার আপলোড করে সেই জল্পনাতেই শিলমোহর দেওয়া হয়েছে।

প্রমোশনাল ছবি আপলোড করে রিয়েলমির ইঙ্গিত, রিয়েলমি জিটি মাস্টার এডিশনের হাই-এন্ড ভ্যারিয়েন্ট স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া ছবিতে দেখা গেছে, রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন স্মার্টফোনে পাঞ্চ-হোল ডিজাইনের সাথে ডুয়েল কার্ভড এজ ডিসপ্লে থাকবে।

Realme GT Explorer Master Edition এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি-সহ আসবে।

Realme GT Master Edition এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হবে। ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে ফোনটি আসবে। ডিভাইসটিতে  ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ যার সঙ্গে ৬৫ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে – ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন