দাম শুরু ৫৯৯ টাকা থেকে, সেরা ওয়্যারলেস ইয়ারফোনগুলি দেখে নিন

আপনি যদি গান শুনতে পছন্দ করেন, তবে নিত্যসঙ্গী হিসাবে একটি ইয়ারফোন থাকা খুবই জরুরি। কেননা আমরা কাজের স্বার্থে প্রায়শই বাড়ির বাইরে থাকি এবং ভিড়ের মাঝে হেডফোন ছাড়া গান শোনা বা ফোনে কথা বলা মুশকিল। আর এখনকার দিনে ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের চাহিদা ব্যাপক বেড়েছে। আপনি যদি আপনার জন্য নতুন কোনো ইয়ারবাড খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ আমরা এই প্রতিবেদনে সেরা ৫টি কম দামি ইয়ারবাডের খোঁজ দেব। যার মধ্যে বেশ কয়েকটি অডিও প্রোডাক্ট IP (ingress protection) রেটিং প্রাপ্ত। প্রত্যেকটি মডেলেই উৎকর্ষমানের সাউন্ড কোয়ালিটি, টাচ কন্ট্রোল প্যানেল ও দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এগুলিকে আপনারা ই-কমার্স সাইট Amazon থেকে ১,০০০ টাকারও কমে কিনে নিতে পারবেন।

১,০০০ টাকার নীচে উপলব্ধ ৫টি সেরা ইয়ারবাডের তালিকা

boAt Airdopes 121v2 TWS Earbuds: ৯৯৯ টাকা (৬৭% ডিসকাউন্ট)

হেডসেট ডেভলপের ক্ষেত্রে বোট এখন একটি জনপ্রিয় নাম। বোট এয়ারডপস ১২১ভি২ ইয়ারবাডে ব্লুটুথ ভি৫.০ কানেকশনের সাপোর্ট পাওয়া যাবে, যা রিয়েল টাইম অডিও শোনার অভিজ্ঞতা প্রদান করবে। এটি, ৮ মিমি ড্রাইভার সহ এসেছে। এই TWS ইয়ারবাডে রয়েছে মাল্টিফাঙ্কশন বাটন কন্ট্রোল, যার সাহায্যে স্টেরিও কলিং বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। এই অডিও ডিভাইসটি, চার্জিং কেস ছাড়া ৩.৫ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ১০.৫ ঘন্টার প্লেব্যাক টাইম দেবে। হালকা ওজনের এয়ারডপস ১২১ভি২ এর বাড দুটির ওজন স্বতন্ত্রভাবে ৪ গ্রাম।

pTron Bassbuds Duo: ৯৯৯ টাকা (৬২% ডিসকাউন্ট)

পিট্রন ব্যাসবাডস ডুও -তে কানেক্টিভিটির জন্য, ব্লুটুথ ভি৫.১ পাওয়া যাবে, যা ১০ মিটার অবধি ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফার করবে। অন্যান্য ফিচারের মধ্যে সামিল থাকছে, ১৩ মিমি দৈর্ঘ্যের ডাইনামিক ড্রাইভার, ওয়ান স্টেপ পিয়ারিং, কুইক কানেক্ট, অটো রিকানেক্ট, প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন সহ আরো নানাবিধ ফিচার। এতে একটি ইন-বিল্ট এইচডি মাইক আছে, যা ভয়েস কলের সময়ে ‘ক্রিস্টাল ক্লিয়ার’ সাউন্ড অফার করবে। ডিভাইসের বডিতে স্মার্ট কন্ট্রোল প্যানেল থাকছে, যার সাহায্যে মিউজিক ও ভয়েস কল কন্ট্রোল করা যাবে। এই ইয়ারবাড নিজে চার্জ হতে প্রায় ১.৫ ঘন্টা সময় নেবে এবং একক চার্জ ১৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে। পিট্রন ব্যাসবাডস ডুও IPX4 রেটিং প্রাপ্ত, তাই এটি জল বা ঘাম রোধী।

Redmi Earbuds 2C: ৯৯৯ টাকা (৫০% ডিসকাউন্ট)

রেডমি ইয়ারবাডস ২সি -তে কানেক্টিভির জন্য ব্লুটুথ ৫.০ উপলব্ধ। এটি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরির মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ডিভাইসের বডিতে থাকা মাল্টিফাঙ্কশন বাটন কন্ট্রোলের সাহায্যে, মিউজিক প্লে / পজ, ফোন রিসিভ / রিজেক্ট এবং এআই ফিচারকে নিয়ন্ত্রণ করা যাবে। এতে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার বর্তমান, যা দুর্দান্ত কোয়ালিটির সাউন্ড অফার করবে। এটি IPX4 স্প্ল্যাশ ও সোয়েট প্রুফ রেটিং প্রাপ্ত।

Mivi DuoPods A25: ৮৯৯ টাকা (৭০% ডিসকাউন্ট)

ব্লুটুথ ৫.০ সাপোর্টের সাথে সাথে আসা মিভি ডুওপডস এ২৫ ইয়ারবাড, শক্তিশালী ও উন্নত কানেকশন অফার করবে। কম্প্যাক্ট ও স্লিক ডিজাইনের এই অডিও ডিভাইসে টাচ কন্ট্রোল প্যানেল আছে, যার সাহায্যে মিউজিক প্লে / পজ, ভয়েস কল রিসিভ / রিজেক্ট এবং ভয়েস অ্যাসিস্টেন্ট নিয়ন্ত্রণ করা যাবে। এটি একক চার্জে, চার্জিং কেস ছাড়া ৭.৫ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সহ ৪০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। মিভি ডুওপডস এ২৫ স্প্ল্যাশ এবং সোয়েট প্রুফ।

WeCool Moonwalk Mini in Ear Earbuds: ৫৯৯ টাকা (৭০% ডিসকাউন্ট)

উইকুল মুনওয়াক মিমি ইন-ইয়ার ইয়ারবাড আরামদায়ক ও স্পোর্টস-ফ্রেন্ডলি ডিজাইনের সাথে এসেছে। এতে ব্লুটুথ ভি৫.০ সাপোর্ট পাওয়া যাবে। এই ডিভাইসে থাকা মাল্টিফাঙ্কশন বাটন কন্ট্রোলের সাহায্যে, মিউজিক প্লে / পজ / ট্রাক চেঞ্জ এবং ভয়েস কল রিসিভ / রিজেক্ট করা যাবে। তদুপরি, গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি অ্যাপকে এই ইয়ারবাডের সাথে কানেক্ট করা যাবে। এতে একটি ইন-বিল্ট মাইক আছে, যা হ্যান্ডস ফ্রি কলিং অফার করবে। এই ইয়ারবাডের চার্জিং কেস বাডগুলিকে ৩ বার রিচার্জ করতে সক্ষম। প্রসঙ্গত, স্বতন্ত্র ভাবে এই বাডগুলির ওজন ৪ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন