Realme GT 5G ও Realme GT Explorer Master Edition ভারতে আসছে, টুইট করে বার্তা কোম্পানির প্রধানের

চলতি বছরে রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ হিসেবে Realme GT এর ওপর থেকে পর্দা সরিয়েছে। নয় নয় করে এই সিরিজের অধীনে এখনও পর্যন্ত পাঁচটি ফোন লঞ্চ হয়েছে – Realme GT 5G, Realme GT Neo, Realme GT Neo Flash Edition, Realme GT Master Edition, এবং Realme GT Explorer Master Edition। এর মধ্যে কেবল Realme GT Neo এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে লঞ্চ হয়েছে Realme X7 Max 5G। এছাড়া Realme GT 5G ফোনটি আগামী মাসে ভারতে লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে বাকি তিনটি ফোনও শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে।

Realme GT 5G, Realme GT Master Edition, এবং Realme GT Explorer Master Edition ভারতে আসছে

আসলে রিয়েলমি ইন্ডিয়ার সিইও, মাধব শেঠ, সম্প্রতি একটি টুইট শেয়ার করে ফ্যানদের কাছে জানতে চেয়েছেন, রিয়েলমি জিটি সিরিজের কোন ফোনগুলি তারা ভারতে লঞ্চ হতে দেখতে চায়। এই টুইটে তিনি জিটি সিরিজের এখনও পর্যন্ত লঞ্চ হওয়া সমস্ত ফোনের বক্সের ছবি টিজ করেছেন।

ফলে বলা যায় রিয়েলমি জিটি সিরিজের আরও কয়েকটি ফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আমাদের অনুমান রিয়েলমি জিটি ৫জি ও রিয়েলমি জিটি মাস্টার এডিশন মডেলগুলি ভারতে আসতে পারে। যদিও লঞ্চের সঠিক টাইমলাইন এখনও জানা যায়নি।

Realme GT 5G, Realme GT Master Edition, এবং Realme GT Explorer Master Edition এর বিশেষত্ব

জানিয়ে রাখি Realme GT 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ লঞ্চ চীনে লঞ্চ হয়েছে। আবার স্ন্যাপড্রাগন ৭৭৮জি ও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে Realme GT Master Edition, এবং Realme GT Explorer Master Edition। এই তিনটি ফোনেই রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই তিনটি ফোনে উপস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপ। এরমধ্যে Realme GT 5G ও Realme GT Master Edition ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং Realme GT Explorer Master Edition ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন