পুরানো টিভি হবে স্মার্ট, Mi Box 4S Pro 8K রেজুলেশন ভিডিও সাপোর্ট সহ লঞ্চ হল

Xiaomi গতমাসেই লঞ্চ করেছিল Mi Box 4S স্মার্ট ডিভাইসটি। এবার ফের সংস্থাটি তার ঘরেলু মার্কেটে লঞ্চ করলো এর আপগ্রেড মডেল Mi Box 4S Pro। এই স্মার্ট প্রোডাক্টের ব্যবহারের বলা বললে, এটি সাধারণ টিভিকে স্মার্ট টিভি তে পরিণত করবে। Mi Box 4S Pro ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২ জিবি র‌্যাম, ৬৪ বিট কোয়াড কোর চিপসেট ও 8K রেজুলেশন ভিডিও সাপোর্ট সহ এসেছে। জানিয়ে রাখি Mi Box 4S এ 4K রেজুলেশন ভিডিও সাপোর্ট করে।

Mi Box 4S Pro এর দাম

মি বক্স ৪এস প্রো-র দাম ৩৬৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৪৫০ টাকার সমান। এটি চীনে কেবল সাদা রঙে পাওয়া যাবে। তবে অন্যান্য মার্কেটে এটি আরও কিছু রঙে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফে একে অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে তা জানানো হয়নি।

Mi Box 4S Pro এর স্পেসিফিকেশন, ফিচার

মি বক্স ৪এস প্রো এইচডিএমআই ২.১ পোর্টের মাধ্যমে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করবে। এটি PatchWall ইউআই সহ অ্যান্ড্রয়েড মার্সম্যালো ৬ সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। যদিও ভারত বা অন্যান্য মার্কেটে লঞ্চ হলে এতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকতে পারে। আবার টিভি ইন্টেলিজেন্ট অপারেটিং সিস্টেম হিসাবে আছে MIUI। প্রসেসরের ব্যাপারে স্পষ্টত কোনো তথ্য না পাওয়া গেলেও ধরে নেওয়া যায়, এতে ৬৪ বিট কোয়াড কোর অ্যামলজিক এস৯০৫এক্স চিপসেট রয়েছে। সাথে দেওয়া হয়েছে মালি ৪৬০ জিপিইউ। এতে আছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

Mi Box 4S Pro-এ পাবেন 8K ভিডিও প্লেব্যাক সাপোর্ট। এছাড়াও আছে এইচডিআর, ডলবি অডিও, ডিটিএস সাউন্ড। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ৫, ব্লুটুথ ৪.৩, ১টি ইউএসবি ২.০ পোর্ট ও ৩.৫ হেডফোন জ্যাক। এর সাথে ব্লুটুথ ভয়েস রিমোট কন্ট্রোল ও মোবাইল ফোন স্ক্রিন প্রজেকশন সাপোর্ট আছে।