Infinix Zero 20: পেয়ে গেল লঞ্চের ছাড়পত্র, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন আনছে ইনফিনিক্স

মাত্র কয়েকদিন আগেই বাজেট ও মিড রেঞ্জের স্মার্টফোন নির্মাতা হিসেবে সুপরিচিত ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix) ভারতে নতুন Infinix Hot 12 স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর আজ (২৩ আগস্ট) এদেশে এই হ্যান্ডসেটটির প্রথম সেলটিও অনুষ্ঠিত হয়। তবে, Hot 12 লঞ্চ হতে না হতেই ব্র্যান্ডটি শীঘ্রই আরও একটি নতুন ডিভাইস ভারতে উন্মোচন করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এটি Infinix Zero 20 নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। আজ এই ফোনটিকে টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে, যা এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে।

Infinix Zero 20 শীঘ্রই আসছে বাজারে

পরিচিত টিপস্টার মুকুল শর্মা তার সাম্প্রতিক টুইটে টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ডেটাবেসে ইনফিনিক্স জিরো ২০-এর তালিকাভুক্ত হওয়ার বিষয়টি শেয়ার করেছেন।

টিডিআরএ লিস্টিংটি প্রকাশ করছে যে, জিরো ২০-এর মডেল নম্বর X6821। তবে, তালিকাটি এই হ্যান্ডসেটের স্পেসিফিকেশন বা অভ্যন্তরীণ হার্ডওয়্যার সংক্রান্ত কোনও তথ্যই প্রকাশ করেনি। উল্লেখযোগ্যভাবে, এই একই ইনফিনিক্স ডিভাইসকে সম্প্রতি ইন্দোনেশিয়া টেলিকম ডেটাবেসেও দেখা গেছে।

প্রসঙ্গত, একাধিক সার্টিফিকেশন সাইটে Infinix Zero 20-এর উপস্থিতি নির্দেশ করছে যে, কোম্পানি সম্ভবত এই স্মার্টফোনটি শীঘ্রই বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। একটি পূর্ববর্তী রিপোর্টে উল্লেখ করা হয় যে, এই ইনফিনিক্স ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে। যদিও, এই হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে লক্ষণীয় বিষয় হল, সংস্থা শীঘ্রই Infinix Zero Ultra 5G নামে আরও একটি মডেলও লঞ্চ করার পরিকল্পনা করছে, যা একটি হাই-এন্ড ডিভাইস হবে। এতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) প্যানেল দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।