Top Electric Cars: 2021-এ ভারতে লঞ্চ হওয়া সেরা বৈদ্যুতিক গাড়ি কোনগুলো, জেনে নিন

এ বছর অর্থাৎ ২০২১ ছিল ভারতের জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য সাল। দেশে বিদ্যুৎ চালিত যানবাহনের গতি এ বছরই তাৎপর্যপূর্ণ হারে ত্বরান্বিত হয়েছে। কারণ চলতি বর্ষে একাধিক নামিদামি সংস্থা তাদের বিলাসবহুল প্রিমিয়াম ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করেছে। সংখ্যায় যা আগের বছরগুলির তুলনায় অনেক বেশি। সেগুলির মধ্যে সেরা ৫টি বৈদ্যুতিক গাড়ির সম্পর্কে আলোচনা করা হল।

Audi e-tron GT

এ বছর সেপ্টেম্বরে ভারতে লাক্সারি ইভি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছিল Audi। সেইমতো e-tron GT এবং e-tron RS GT প্রিমিয়াম রেঞ্জের ইলেকট্রিক সুপারকার নিয়ে এসেছে সংস্থাটি। উচ্চমূল্যের গাড়ি দুটির দাম ১.৮০ কোটি টাকা থেকে শুরু। আকাশছোঁয়া মূল্যের কারণ এটি সংস্থার এখনো পর্যন্ত সর্বাধিক শক্তিশালী ইলেকট্রিক ভেহিকেল। Audi e-tron GT থেকে পাওয়া যায় ৪৭০ এইচপি শক্তি এবং ৬৩০ এনএম টর্ক। তবে ওভারবুট মোটে গাড়িটির শক্তি ৫২২ এইচপি পর্যন্ত বাড়ানো যেতে পারে। অন্যদিকে RS Audi e-tron GT থেকে পাওয়া যায় ৫৯০ এইচপি শক্তি, যা ৬৩৭ এইচপি পর্যন্ত বাড়ানো যায়, এবং ৮৩০ এনএম টর্ক। গতির কথা বলতে গেলে ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে গাড়ি দুটির সময় লাগে যথাক্রমে ৪.১ সেকেন্ড ও ৩.৩ সেকেন্ড।

Porsche Taycan EV

এবছর পোর্সা নিজেদের দ্রুততম ইলেকট্রিক গাড়িটি ভারতের বাজারে নিয়ে এসেছে। Porsche Taycan EV-র বাজার মূল্য ১.৫০ কোটি টাকা। সংস্থাটির বিলাসবহুল গাড়িটি চারটি মডেলে উপলব্ধ – Taycan, Taycan EV, Turbo, Turbo S। অত্যাধুনিক শক্তিশালী এর মোটরটি থেকে পাওয়া যায় ৭৬১ পিএস শক্তি যা মাত্র ২.৮ সেকেন্ডে গাড়িটিকে ০-১০০ প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সহায়তা করে।

BMW iX

২০২১-এ ভারতে বিএমডব্লিউ আইএক্স (BMW iX) ইলেকট্রিক এসইউভি গাড়িটি সর্বশেষ লঞ্চ হয়েছে। জার্মান সংস্থার প্রিমিয়াম রেঞ্জের এই গাড়িটির দাম ১.১৬ কোটি টাকা। ভারতে এর মূল প্রতিদ্বন্দ্বী হল Audi e-tron GT, Mercedes EQC এবং Jaguar I-Pace। ভারতে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এই গাড়িটি সুরক্ষার দিকে ইউরো NCAP-র পাঁচতারা (৫ স্টার) শংসাপত্র সহ এসেছে। ৪১৪ কিমি সর্বোচ্চ রেঞ্জ সহ এর মোটরটি থেকে পাওয়া যায় ৩২৬ এইচপি শক্তি এবং ৬৩০ এনএম এর পিক টর্ক। অন্যদিকে ঘন্টায় ০-১০০ কিমি গতিবেগ তুলতে এটি সময় নেয় ৬.১ সেকেন্ড।

Jaguar I-Pace

এবছর দেশের দ্বিতীয় ইলেকট্রিক ভেহিকেল হিসেবে মার্চ মাসে লঞ্চ করেছিল Jaguar I-Pace। ভারতে এর মূল্য ১.০৬ কোটি টাকা (এক্স-শোরুম)। এই সম্ভ্রান্ত গাড়িটি একবার চার্জ ৪৮০ কিমি দৌড়াতে পারে। এতে রয়েছে ৯০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এটিকে ১০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং ইউনিটের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ৮০% চার্জ করা যায়। এর মোটরটি থেকে ৩৯৫ বিএইচপি শক্তি এবং ৬৯৬ এনএম টর্ক পাওয়া যায়। অন্যদিকে এটি ৪.৮ সেকেন্ডে ১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম।

Audi e-tron

জার্মান অটো জায়ান্ট অডি (Audi) হল একমাত্র সংস্থা যারা এ বছর ভারতে তাদের একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে – Audi e-tron 50, e-tron 55 ও e-tron Sportback 55। এবছর লঞ্চ হওয়া সংস্থার পাঁচটি গাড়ির দাম শুরু ৯৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। প্রতিদ্বন্দ্বী Jaguar I-Pace, Mercedes EQC গাড়িগুলির সাথে টক্কর দিতেই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। Audi e-tron 55 ও Audi e-tron Sportback 55 গাড়ি দুটিতে রয়েছে ৯৫ কিলোওয়াট ব্যাটারি এবং e-tron 50-তে রয়েছে ৭১ কিলোওয়াট ব্যাটারি। এগুলি থেকে ৪০৮ এইচপি শক্তি এবং ৬৬৪ এনএম টর্ক পাওয়া যায়। এছাড়া ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এগুলির সময় লাগে মাত্র ৫.৭ সেকেন্ড।