ক্রেতাদের বিশ্বমানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্যে নতুন শোরুম উদ্বোধন করল Suzuki

ব্যবসার প্রসার ঘটাতে হলে পৌঁছাতে হবে আরো বেশি সংখ্যক গ্রাহকের কাছে। এই নীতি অনুসরণ করেই রাজ্যে আরও এক নতুন শোরুম উদ্বোধন করল সুজুকি। কৃষ্ণনগরের ভাতজাংলা, পালপারা মোড়ে MS Suzuki নামে ওই নতুন ডিলারশিপ খোলা হয়েছে।সুজুকির বাইক এবং স্কুটারের সমস্ত মডেল মিলবে সেখানে।

নতুন বিজনেস পার্টনারকে সুজুকি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন সংস্থার অপারেটিং ম্যানেজার মিৎসুমোটো ওয়াটাবে। তার কথায়, “কৃষ্ণনগরে আমাদের নতুন ডিলারশিপের উদ্বোধনের হাত ধরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র আমাদের গ্রাহকদের কাছেই পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়নি, বরং এর পাশাপাশি গ্রাহকদের আমাদের প্রোডাক্ট কেনা ও অন্যান্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার গুণগতমান সুউচ্চ করাও লক্ষ্য আমাদের।”

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, “এমএস এজেন্সি এলএলপি-এর উদ্যোগে নতুন ডিলারশিপ চালু করার উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই। সুজুকি ব্র্যান্ডের উপর আস্থা রাখার জন্য আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। ডিলারশিপের নেটওয়ার্ক দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ আগামীতে চালু রাখার জন্য দায়বদ্ধ আমরা। গ্রাহকদের উন্নত মানের পরিষেবা ও প্রোডাক্ট তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

এই প্রসঙ্গে জাগিয়ে রাখা ভালো বর্তমানে সুজুকি ভারতে একাধিক স্কুটার এবং মোটরসাইকেল বিক্রি করে। কৃষ্ণনগরে নতুন শোরুমটিতে মিলবে Avenis, Access, Burgman Street ও Burgman EX। অন্যদিকে বাইকের মধ্যে রয়েছে V-Storm SX, Gixxer SF250, Gixxer 250, Gixxer SF এবং Gixxer। পাশাপাশি স্টোরে সংস্থার বিভিন্ন অ্যাক্সেসরিজ, অ্যাপারেল, এবং মার্চেন্ডাইজ পাওয়া যাবে।